রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএলে বারংবার বিতর্কের মুখে পড়েছেন লখনউ সুপার জায়ান্টের বোলার দিগ্বেশ রাঠি। এবারে বিতর্কে জড়ালেন দিল্লি প্রিমিয়ার লিগেও। নীতীশ রানার সঙ্গে রীতিমতো হাতাহাতির ঘটনা ঘটল দিগ্বেশের। দিল্লি প্রিমিয়ার লিগের এলিমিনিটরে, দিগ্বেশের সাউথ দিল্লি সুপারস্টার্সের মুখোমুখি হয়েছিল নীতিশ রানার ওয়েস্ট দিল্লি লায়ন্স। সেখানে ব্যাট করে একাই ৫৫ বলে ১৩৪ রান করেন নীতীশ। ম্যাচও জেতেন তাঁরা। দ্বিগেশের প্রথম ওভারেই ২২ রান হাঁকান ওয়েস্ট দিল্লি লায়ন্স অধিনায়ক নীতিশ রানা। দ্বিগেশের বলে ছক্কা মেরে, আইপিএলে যে সেলিব্রেশন করে পরিচিত হয়েছিলেন দ্বিগেশ, সেই “নোটবুক” সেলিব্রেশনও করেন নীতিশ। আর তাতেই চটে যান দ্বিগেশ। তিনি কিছু একটা বলেন নীতীশকে। তারপর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুজনেই। এছাড়াও দুজনের মধ্যে তীব্র বাদানুবাদও হয়। শেষে শৃঙ্খলাভঙ্গের দায়ে, বড় জরিমানাও হল দুই তারকার। ম্যাচ ফি’র ৮০ শতাংশ কেটে নেওয়া হচ্ছে দ্বিগেশের। অন্যদিকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেওয়া হচ্ছে নীতিশেরও।