Connect with us

ব্যাঙ্গালোর পাড়ি দিলেন গিল, বসবেন ফিটনেস টেস্টে

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফিটনেস টেস্টের জন্য অবশেষে ব্যাঙ্গালোর উড়ে গেলেন শুভমন গিল। ভারতের টেস্ট দলের অধিনায়ক এবং টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক ব্যাঙ্গালোর পৌঁছলেন শুক্রবার এমনটাই সূত্রের খবর। এশিয়া কাপ শুরুর আগে ফিটনেস টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে প্রত্যেক ক্রিকেটারকেই, আর সেই তালিকা থেকে বাদ পড়েননি গিলও। ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সেন্টার অফ এক্সিলেন্সে হবে এই টেস্ট।

যদিও এখনো পর্যন্ত জানা যায়নি ঠিক কবে ফিটনেস টেস্ট হবে তার, তবে অনুমান করা হচ্ছে এই সপ্তাহের মধ্যেই ফিটনেস টেস্ট পাশ করে আরব আমিরশাহিতে উড়ে যাবেন গিল। চিন্তার বিষয় হল কিছুদিন আগেই ফিটনেস এর অভাবের কারণেই দলিপ ট্রফিতে অংশ নেননি শুভমন। সুস্থ হয়ে ওঠার পর নিজের শহর চন্ডিগড়েই বেশ কিছু সময় প্র্যাকটিসের মধ্যেও ছিলেন তিনি। আর তারপরেই সরাসরি রওনা হয়েছেন ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে।

প্রসঙ্গত আগামী ৪ ঠা সেপ্টেম্বর দুবাইতে পৌঁছাচ্ছে গোটা ভারতীয় দল এবং সেখানেই হবে তাদের প্রথম অনুশীলন। যদিও প্রতি বারের মত গোটা দল এবারে একসাথে এসে পৌঁছবে না। আগামী ৫ তারিখ প্রথম নেট প্র্যাকটিসের দিন ধার্য করা হয়েছে ভারতের। এখনো পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে ভ্যেনু ঘোষণা করা না হলেও ধরে নেওয়া হচ্ছে দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতেই হবে অনুশীলন। আগামী ৯ তারিখ থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ প্রতিযোগিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা