রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর আইপিএল ট্রফি জয়। তবে জয়ের আনন্দ উদযাপন মুহূর্তে বদলে গিয়েছিল ভয়াবহ মৃত্যুমিছিলে। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রায় একরকম নিস্তব্ধতা পালন করেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এবার দীর্ঘ তিন মাস সময় পেরিয়ে অবশেষে সোশ্যাল মিডিয়ায় ফিরতে দেখা গেল বিরাট কোহলির দলকে।
জুন মাসে একাধিক সমর্থকদের পদপিষ্ট হয়ে যাওয়ার মতন ঘটনায় নেমে এসেছিল শোকের ছায়া। সেই কারণেই দীর্ঘ তিন মাস নীরবতা পালন করল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর দীর্ঘ তিন মাস পরে সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দলের। “টুয়েলভথ্ ম্যান আর্মি” নাম দিয়েই “আরসিবি কেয়ার” এর কথা প্রকাশ্যে আনল বেঙ্গালুরু। মূলত ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়িয়ে সম্মান জানানোর জন্যই এমন উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। প্রসঙ্গত গত ৪ জুন বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামের বাইরে আরসিবির ট্রফি জয়ের মহামিছিলে উপস্থিত হাজার হাজার সমর্থক এর মাঝে ১১ জন সমর্থক প্রাণ হারিয়েছিলেন। আহত হয়েছিলেন প্রায় ৫৬ জন। এই ঘটনার পরেও ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে মুখ খোলা হয়নি বলে একাধিক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তাদেরকে। তবে এবার সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ানোর ঘোষনা করলো আরসিবি। ঘটনায় আহত সমর্থকদের শুধুমাত্র মেডিকেল সাহায্যই নয়, প্রত্যেক মৃত সমর্থকের পরিবার পেয়ে যাবে ১০ লাখ টাকা অর্থ সাহায্য, এমনটাই ঘোষণা করা হয়েছে আরসিবির পক্ষ থেকে।
ঘটনার সমস্ত দায় এড়িয়ে গিয়েছিল কর্নাটক সরকার। স্বাভাবিকভাবেই পুরো দায়ভার ফ্র্যাঞ্চাইজির উপর এসে পড়ে, তাতেই আরো বেশি ক্ষুব্ধ হয়েছিল আমজনতা। এরপর দীর্ঘ তিন মাসের নীরবতা। তবে অবশেষে নিজেদের ইনস্টাগ্রামে আরসিবির পক্ষ থেকে সেই নীরবতা ভঙ্গ করে জানানো হয়েছে, “তিন মাস পরে আমরা পোস্ট করছি। এই নীরবতা অনুপস্থিতি নয়, এই নীরবতা শোকযাপন। যে জায়গাটা একসময় সুন্দর মুহূর্ত উৎসাহ এবং স্মৃতিতে ভর্তি ছিল, ৪ ঠা জুন তা পুরোপুরি পাল্টে দিয়েছে। আমাদের হৃদয় ভেঙেছে। তবে এই সময়ে আমরা জেনেছি বুঝেছি এবং শিখেছি। আর তাই আজ শুধু মাত্র ফিরে আসা নয়, আজ আমরা নিজেদের বিশ্বাসকে ফিরিয়ে আনছি। এভাবেই তৈরি হচ্ছে আরসিবি কেয়ার। আমাদের সমর্থকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এই প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছি। সেলিব্রেশন নয়, আমরা ফিরছি সমর্থকদের খেয়াল রাখতে। তাদের পাশে দাঁড়াতে এবং একসাথে সামনের দিকে এগোতে। ভবিষ্যতেও কর্নাটকের গৌরব হয়ে থাকতে। মনে রাখতে হবে, আরসিবি খেয়াল রাখে। আর সব সময় রাখবে। খুব তাড়াতাড়ি বাকি সবকিছু বিস্তারিত জানানো হবে।”
প্রসঙ্গত জুন মাসের এই ঘটনায় শুধু যে দাগ লেগেছে ফ্রাঞ্চাইজির উপর তাই নয়, দাগ লেগেছে চিন্নস্বামী স্টেডিয়ামেও। আগামীতে বড় কোন প্রতিযোগিতা আয়োজন করার জন্য চিন্নস্বামী এখনো তৈরি নয়, এমনটাই জানিয়েছিল আইসিসি। এমনকি, আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা মহিলা বিশ্বকাপের পাঁচটি ভ্যেনুর মধ্যে থাকা বেঙ্গালুরুকে বাতিল করে মুম্বাইকে জায়গা দেওয়া হয়েছে এমনটাই সূত্রের খবর।