রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বের সব পেসারদের কাছেই এই খবরটা স্বস্তির। আইসিসির নির্দেশে কোভিড-কালে ক্রিকেটীয় নিয়মে বেশ কিছু বদল হয়েছিল। যেখানে সব থেকে বড় বদল হয়েছিল বলের উপর লালা ব্যবহার নিয়ে নিষেধাজ্ঞা। তবে সেই নিষেধাজ্ঞা আর থাকছে না। এবার থেকে বলে লালা ব্যবহার করতে পারবেন বোলাররা। লালা ব্যবহার করতে দেওয়ার সর্বপ্রথম আর্জি জানিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারতীয় পেসার মোহম্মদ শামি। এবারে এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি হবেন তিনি।
কোভিডের সময়ে বলে লালা ব্যবহার নিষিদ্ধ করাতে, সবথেকে বেশি সমস্যায় পড়েছিল পেসাররা। শুধু তাই নয়, এই লালা ব্যবহার নিষিদ্ধ করাতে প্রায় বিলুপ্তির পথে ছিল রিভার্স সুইং শিল্প। তবে করোনার বিদায় নেওয়ার পর আইসিসির এই নিয়মে বদল আনার জন্য অনেকেই দাবি করছিলেন। সেই দাবি ওঠার পরপরই আইপিএলে ভারতীয় বোর্ডের তরফে বলে লালা ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তবে এবারে শুধু আইপিএলেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও এবারে লালা ব্যবহারের সুবিধে পাবে বোলাররা। দুবাইয়ে এই সপ্তাহেই আইসিসি ক্রিকেট কমিটির বৈঠক হয়। ক্রিকেটীয় নিয়মে বদল নিয়ে বিস্তর আলোচনা হয় দুদিনের সেই বৈঠকে। সবথেকে বেশি চর্চা হয় বলে লালা ব্যবহার নিয়েই। তবে কমিটির সদস্যদের অনেকেরই মনে হয় যে সেই পুরনো নিয়মকে আবারও ফিরিয়ে আনাটা জরুরী।