রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জাতীয় দলের হয়ে শেষবার খেলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারপর আইপিএলেও দেখা গেছিল তাকে। কিন্তু দীর্ঘ সময় জাতীয় দলে আর ডাক পাননি মহম্মদ শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে দলে ছিলেন না তিনি। যদিও সূত্রের খবর অজিত আগরকারের নির্বাচক কমিটি দল ঘোষণার আগে আলাদা করে কথা বলেছিল শামির সঙ্গে। কিন্তু তখনও নিজের ফিটনেস নিয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী ছিলেন না ভারতীয় পেশার। তাই দলে রাখা হয়নি তাকে। একই ঘটনা ঘটেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও। তবে এশিয়া কাপে তার দলে না থাকা শুরু করেছেন নতুন বিতর্ক। আর এবার এই প্রসঙ্গে সরাসরি মুখ খুললেন শামি নিজেই।
“আমি বিশ্বাস করি দলের প্রয়োজনই শেষ কথা। ইংল্যান্ড সফরের সময় আমি পুরোপুরি ফিট ছিলাম না, তাই নিজে থেকেই সরে এসেছিলাম। তবে আমার কোন অভিযোগ নেই। নির্বাচক কমিটির কেউ আমার সাথে কথা বলুক বা না বলুক সেই বিষয়ে আমি মাথা ঘামাই না। আমাকে যদি তাদের দলে প্রয়োজন হয়, আমাকে রাখবে না প্রয়োজন হলে রাখবে না। তারা শুধু নিজেদের দায়িত্ব পালন করছে। আর আমি মনে করি আমাকে দলে রাখলে আমিও নিজের দায়িত্ব পালন করব নিজের সেরাটুকু দিয়ে” একটি বিশেষ সাক্ষাৎকারে জানান তিনি। তবে এর পাশাপাশি ভেঙ্গে না পড়ে নিজেকে নতুন ভাবে তৈরি করে নিচ্ছেন শামি, এ কথাও জানালেন। “আমি কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে চেষ্টা করছি দলিপ ট্রফিতে জায়গা করে নিতে। যদি পাঁচ দিন একটানা এই প্রতিযোগিতায় খেলতে পারি তাহলে নিঃসন্দেহে আমার ফিটনেস নিয়ে আর কোন প্রশ্ন উঠবে না। এবং সেক্ষেত্রে আমার জাতীয় দলে জায়গা না পাওয়ারও কোন প্রশ্ন থাকছে না। আমি ক্রিকেটের তিনটে ফরম্যাটেই যথেষ্ট স্বচ্ছন্দ। যদিও নির্বাচনী প্রক্রিয়া আমার হাতে নেই। তাই সেই বিষয়ে কোন মন্তব্য করতে চাই না।”
অনেকেই মনে করছেন সরাসরি নির্বাচন কমিটিকেই এই বার্তা দিলেন শামি। প্রসঙ্গত এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে একাধিক বিতর্ক উঁকি দিয়েছিল শুরু থেকেই। তবে এই দল কতটা সাফল্য পাবে তার উপর নির্ভর করছে অনেক কিছুই আগামীদিনে।