রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে শুরু থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। প্রথমে এই ম্যাচ নিয়ে বিভিন্ন রকমের জটিলতা তৈরি হলেও অবশেষে সমস্ত ধোঁয়াশা কাটিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ভারত-পাক ম্যাচ। আর এই ম্যাচে স্নায়ুর চাপ ধরে রাখতে পারাই জয়ের চাবিকাঠি এমনটাই মনে করছেন পাকিস্তানের কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম।
রাজনৈতিক টালমাটালের কারণে এই ম্যাচ আদৌ খেলা হবে কিনা তাই নিয়ে ছিল ধোঁয়াশা। এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ডকে পড়তে হয়েছিল বিতর্কের মুখেও। তবে অবশেষে যে এই ম্যাচ হচ্ছে তা নিঃসন্দেহে ক্রিকেট অনুরাগীদের কাছে সুখবর। কিন্তু সবকিছুর পরেও দু’পক্ষের অনুরাগীদেরই ম্যাচের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার উপদেশ দিয়েছেন আক্রম। “আমি বিশ্বাস করি অন্যান্য ভারত-পাক ম্যাচের মত এই ম্যাচেও বিনোদনের অভাব হবে না। কিন্তু এর পাশাপাশি আমি আশা করব দু’পক্ষের ক্রিকেটার এবং ফ্যানরা নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখবেন। ভারতের ক্রিকেটাররা যেরকম দেশপ্রেমিক সেরকমই মাথায় রাখতে হবে পাকিস্তানের ক্রিকেটাররাও দেশের প্রতি যথেষ্ট আবেগপ্রবণ। নিঃসন্দেহে ভারত শক্তিশালী দল এবং তাই ফেভারিট হিসেবেই শুরু করবে, তবে ম্যাচের দিন যে দল স্নায়ুর চাপ ধরে রাখতে পারবে, সেই দলই শেষ পর্যন্ত জয়ের হাসি হাসবে” বলেন আক্রম।
প্রসঙ্গত দুই দলই যদি ফাইনালে উঠতে পারে তাহলে মোট তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। তাই নিঃসন্দেহে এশিয়া কাপ হতে চলেছে ক্রিকেট মহলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। তবে এর পাশাপাশি যদি দুই দেশ নিজেদের মধ্যে টেস্ট সিরিজ আয়োজন করতে পারে, টা ক্রিকেট এবং অর্থনীতির ওপর বিশেষ ছাপ ফেলবে এমনটাই মনে করছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।