রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিগত বেশ কয়েকটা মরশুম ধরেই বাংলা দলের কোচিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন লক্ষ্মীরতন শুক্ল। এবারে যা খবর তাতে আগামী মরশুমের জন্যও বাংলার কোচ হিসেবে থাকছেন তিনি। বুধবার সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের কথা অনুযায়ী, সিনিয়র টিমে কোনও কোচ বদল হচ্ছে না। এদিকে ৩১ মে পর্যন্ত সমস্ত কোচেদের সঙ্গে সিএবির চুক্তি থাকলেও, সিএবি সূত্রের খবর লক্ষ্মীরতন শুক্লর সঙ্গে সেই চুক্তি আরও বাড়িয়ে নেওয়া হচ্ছে। অক্টোবরের মাঝামাঝি শুরু হয়ে যাচ্ছে রঞ্জি ট্রফি। যেই কারণে আসন্ন মরশুমের জন্য নিজেদের প্রস্তুতিও শুরু করে দিতে চাইছে সিএবি।