রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লোয়ার এবং মিডল অর্ডারের ব্যর্থতা, ক্যাচ মিস ও নির্বিষ বোলিং। সব মিলিয়ে প্রথম টেস্টে ভারতের সঙ্গী হয়েছে শুধুই হতাশা। দুই ইনিংস মিলিয়ে ৮৩৫ রান করেও যে এভাবে ম্যাচ হারতে হবে, সেটা কেউই আশা করেননি। এবারে ভারতের এই হারের পর, রবীন্দ্র জাদেজাকে নিশানা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। উল্লেখ্য, এর আগেও জাদেজার বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। মঞ্জরেকর বলেন, “এই পিচ থেকে ভারতের জোরে বোলারদের জন্য তেমন কোনও সাহায্য ছিলনা। বুমরাহও পিচ থেকে সাহায্য পায়নি। সেক্ষেত্রে দলের অভিজ্ঞ বোলারের উপরে স্বাভাবিকভাবেই বাড়তি প্রত্যাশা থাকবেই সকলের। এই পিচটা জাদেজার বোলিংয়ের জন্য উপযুক্ত ছিল। সেই সুযোগকে কাজেই লাগাতে পারলেন না তিনি। পঞ্চম দিনে পিচ ভেঙে গেলে, সেখান থেকে স্পিনাররা সাহায্য তুলতে পারে। জাদেজার মত অভিজ্ঞ একজন ক্রিকেটারের থেকে এটুকু আশা করাই যায়। কিন্তু ও নিরাশ করেছে”।