রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হেডিংলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই মুখ থুবড়ে পড়তে হয়েছে ভারতীয় দলকে। শুধু তাই নয়, দুই ইনিংসে পাঁচটি শতরান করেছে ভারতীয় ব্যাটাররা। তবুও অজস্র ক্যাচ মিস এবং মিডল ও লোয়ার অর্ডারের ব্যর্থতার কারণে, প্রথম টেস্টে হারের মুখে দেখতে হয়েছে শুভমন গিলের ভারতীয় দলকে। তবে ভারতের এই পরাজয়কে একেবারেই মেনে নিতে পারছেন না ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কার। এই খারাপ ফিল্ডিং এবং অজস্র ক্যাচ মিস দেখে তিনি বলেছেন, “ইংল্যান্ড একদমই আত্মবিশ্বাস হারায়নি। তবে ভারত সুযোগ পেয়েছিল। কিন্তু সেই সুযোগকে তারা কাজে লাগাতে পারেনি। ফিল্ডিং খুবই সাধারণ মানের ছিল ভারতের। অনেক ক্যাচ ফস্কেছেন ফিল্ডাররা। তবে পিচ যেহেতু ব্যাটিং সহায়ক ছিল, তাই বোলারদের দোষ দেওয়াটা উচিত নয়। বুমরাহ দুর্দান্ত বোলিং করে গেলেও, তাকে সাহায্য কেউ করতে পারেনি। আশা করব এই ভুল গুলো থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে ভারতীয় দল”।
দ্বিতীয় টেস্টের আগে নিজেদের তৈরি করে নিতে ৮ দিন হাতে সময় পাবেন ভারতীয় ক্রিকেটাররা। সেই প্রসঙ্গে ক্রিকেটারদের পরামর্শ দিয়ে গাভাস্কার বলেন, “কিছুদিনের বিশ্রাম তোমরা নিয়েই পারো। তবে তার পর থেকে পুরোটা মনোনিবেশ অনুশীলনে করতে হবে। এখানে তোমরা ভারতের হয়ে খেলতে এসেছো। ফলে অনুশীলন এমনভাবেই করতে হবে যাতে ম্যাচেও ভালো ফল করা যায়”।