রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়া কাপের গ্রুপ পর্যায়ের পর, সুপার ফোরের ম্যাচও ভারতের কাছে কার্যত আত্মসমর্পণ করেছে পাকিস্তান। তবে ভারতের বিরুদ্ধে হারলেও, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান। যেই ম্যাচে ব্যাট হাতে দারুন পারফরম্যান্স করেছেন পাকিস্তান ব্যাটার হুসেন তালাত। এই জয়ের পরেই, এশিয়া কাপের ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন তাঁরা। আর দু’টি ম্যাচ ভাল খেললেই ট্রফি তাঁদের হাতে উঠবে বলে মনে করছেন তালাত। মঙ্গলবার ম্যাচ শেষে তালাত বলেন, “ধীরে ধীরে ক্রিকেটারেরা ছন্দে ফিরছে। গত দুটো ম্যাচে ভাল খেলতে না পারলেও, এখন তারা নিয়মিত ভাল খেলছে। আমাদের দুটো ম্যাচ বাকি। যদি দুটোতেই আমরা ভাল খেলি, তা হলে নিশ্চিত ভাবেই ট্রফি জিতব”। আগামী ২৫ সেপ্টেম্বর দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচে খেলবে পাকিস্তান। এদিকে বুধবার বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচে খেলতে নামছে ভারত। সেই ম্যাচে জয় পেলেই, কার্যত ফাইনালের টিকিট পাকা করে ফেলবে সূর্যকুমার যাদবরা। ফলে ফাইনালে কি আবারও কি দেখা যেতে পারে ভারত-পাক দ্বৈরথ? উত্তর দেবে সমই।