রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বুধবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে, প্রতিযোগিতার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলল ভারত। এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক জাকের আলি। ব্যাট করতে এসে শুরু থেকেই মারমুখী মেজাজের সঙ্গে শুরু করেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা এবং শুভমন গিল। তবে দাপট বেশি ছিল অভিষেকের। ৩৭ বলে ৭৫ রানের মারকাটারি ইনিংস খেলেন তিনি। ২৯ রান করে আউট হন অধিনায়ক শুভমন গিল। তারপর ব্যাট করতে এসে আউট হয়ে ফেরেন শিবম দুবে (২)। পাশাপাশি ব্যর্থ হয়েছেন সূর্যকুমার যাদব (৫), তিলক বর্মারা (৫)। শেষের দিকে হার্দিক পাণ্ডিয়া (৩৮) এবং অক্ষর প্যাটেলের (১০) সৌজন্যে ১৬৮ রানে তোলে ভারত।
জবাবে ব্যাট করতে এসে শুরুতেই জশপ্রীত বুমরাহর শিকার হন তানজিদ হাসান (১)। তবে বাংলাদেশকে ধীরে ধীরে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন সইফ হাসান এবং পারভেজ হোসেন ইমন। পাওয়ার প্লেতে বাংলাদেশ তোলে ৪৪ রান। তবে কুলদীপ যাদবের দাপটে একের পর এক ব্যর্থ হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। অবশেষে ১২৭ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। ভারতের পক্ষে কুলদীপ যাদব নেন ৩ উইকেট। বুমরাহ এবং বরুণ চক্রবর্তী পান ২টি উইকেট। অক্ষর প্যাটেল এবং তিলক বর্মা নেন ১ উইকেট।