Connect with us

ক্রিকেট থেকে অবসর চেতেশ্বর পূজারার

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নিজের রঙিন ক্রিকেট জীবনে ইতি টানলেন চেতেশ্বর পুজারা। ভারতের ব্যাটিং লাইন আপের অন্যতম ভরসাযোগ্য নাম ছিলেন পূজারা। ২০১০ থেকে শুরু করে ২০২৩, এই দীর্ঘ সময় জুড়ে একাধিকবার জাতীয় দলের মান রক্ষা করেছেন। তবে এবার ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন ৩৭ বছরের এই ক্রিকেটার।

তার এই আকস্মিক সিদ্ধান্তে বেশ অনেকটাই চমকে গেছে ক্রিকেট মহল। একটি সাক্ষাৎকারে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি আমার পরিবার বন্ধু এবং বেশ কিছু ক্রিকেটার যাদের সাথে আমার যোগাযোগ রয়েছে তাদের সাথে এই বিষয়ে আলাপ-আলোচনা করেছি। আমার মনে হয়েছে এটাই ঠিক সময় নিজেকে সরিয়ে নেওয়ার এবং তরুণ প্রজন্মকে সুযোগ করে দেওয়ার। তবে মাঠে না নামলেও আমি মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছি এবং সেক্ষেত্রে বলাই যায় যে খেলার সাথেও একেবারে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি না।” পাশাপাশি এটাও জানান পূজারা যে আপাতত ব্রডকাস্টিং এর সঙ্গে নিজেকে যুক্ত করতে চাইছেন তিনি। তবে ভবিষ্যতে কোচের দায়িত্ব সামলাতেও আগ্রহী ভারতের এই ক্রিকেটার।

মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে বিরাট কোহলি এবং রোহিত শর্মার নেতৃত্বে জাতীয় দলের হয়ে খেলেছেন পূজারা। এমনকি আইপিএলে খেলেছেন সৌরভ গাঙ্গুলীর দলে। অজিঙ্ক রাহানের অধিনায়কত্বে খেলেছেন বর্ডার গাভাস্কার ট্রফিও। তার দেখা সেরা অধিনায়ক কে এই প্রশ্নের উত্তরে একটু হেসে জানান প্রত্যেক অধিনায়কের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। তাই আলাদা করে কাউকে বেছে নেওয়া সম্ভব নয়। পাশাপাশি বর্তমান জাতীয় দলে তরুণ ক্রিকেটারদের উঠে আসা ক্রিকেটের জন্য কতখানি গুরুত্বপূর্ণ সেই বিষয়েও নিজের মতামত রেখেছেন তিনি। পূজারা আশা করেন আগামী দিনে ভারত আরো ভালো ফল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা