রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচটি খেলতে ব্যস্ত ভারতীয় দল। তবে তারই মাঝে আগামী বছরের জন্য ইংল্যান্ড সফরের সুচিও ঘোষণা হয়ে গেলো। বৃহস্পতিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে সাদা বলের সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে। যেখানে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে ইংল্যান্ডের মাটিতে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে ভারত। ১ জুলাই থেকে শুরু হবে সেই সিরিজ। যেখানে প্রথমে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। তারপর ১৪ জুলাই থেকে শুরু হবে ওডিআই সিরিজ। ১৯ জুলাই, লর্ডসে শেষ ওডিআই ম্যাচটি খেলবে ভারত। বাকি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ভারত খেলবে যথাক্রমে, ৪ জুলাই: ম্যাঞ্চেস্টার, ৭ জুলাই: ট্রেন্ট ব্রিজ, ৯ জুলাই: ব্রিস্টল এবং ১১ জুলাই, সাউদাম্পটন। ওডিআই ম্যাচগুলো ভারত খেলবে ১৪ জুলাই: এজবাস্টন, ৬ জুলাই: কার্ডিফ এবং ১৯ জুলাই: লর্ডস।