রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সিরিজে টিকে থাকতে হলে, ম্যানচেস্টার টেস্টে জয় পাওয়ায় আবশ্যিক ভারতীয় দলের কাছে। আর সেই টেস্ট ম্যাচেই প্রথম দিনের খেলাতে ঘটলো অঘটন। ম্যাচের ৬৮তম ওভারে, ক্রিস ওকসের ইয়র্কারে রিভার্স সুইপ মারতে গিয়ে, ডান পায়ে গুরুতর চোট পান ভারতের সহ-অধিনায়ক ঋষভ পন্থ। সেই শটের সময়েই সম্ভবত প্রচণ্ড জোরে পন্থের পা মচকে যায়। তারপরেই দেখা যায়, পা ফুলে গিয়েছে তাঁর। এমনকি নিজের পায়ে হেঁটে মাঠ ছাড়ার মতোও ক্ষমতা ছিলনা ঋষভের। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। ফিজিওরা এসে জুতো খুলতেই দেখা যায়, ডান পায়ের পাতা বিপজ্জনকভাবে ফুলে গিয়েছে তাঁর। শেষমেশ গাড়িতে করে বের করে নিয়ে যাওয়া হয় ঋষভ পন্থকে। চোটের জায়গা পরীক্ষা করার পর দেখা যায়, ডান পায়ে ফ্র্যাকচার হয়েছে ঋষভের। যেই কারণে ৬ সপ্তাহের জন্য বিশ্রামের কথা জানানো হয়েছে ঋষভ পন্থকে। যার ফলে চলতি সিরিজের গুরুত্বপুর্ণ টেস্ট ম্যাচে আর তাঁর সার্ভিস পাবেনা ভারতীয় দল।