Connect with us

ENG vs IND: দুই ইনিংসে সেঞ্চুরি করেও শাস্তির মুখে পড়লেন ঋষভ পন্থ। জানতে পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএলের শেষ ম্যাচেই ছন্দ ফিরে পেয়েছিলেন ঋষভ পন্থ। এবারে তার সেই ছন্দ দেখা যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে লিডসের প্রথম টেস্টে ম্যাচেও। প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন ঋষভ পন্থ। কিন্তু ভালো ক্রিকেট খেললেও শাস্তির মুখে পড়তে হয়েছে তাঁকে। টেস্টের তৃতীয় দিন আম্পায়ারের আচরণে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় ঋষভকে। যেই কারণেই শাস্তি পেতে হচ্ছে তাঁকে। 

তৃতীয় দিনের খেলা শুরু কিছুক্ষণ পর থেকেই, বলের আকৃতি খারাপ হয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ তুলছিলেন ভারতীয় বোলাররা। ম্যাচের ৬০তম ওভারে, আম্পায়ার পল রাইফেলের কাছে বল পরিবর্তন করার অনুরোধও করতে দেখা যায় পন্থকে। কিন্তু বল পরীক্ষা করে আম্পায়ার জানান, সেই বলে কোনও সমস্যা নেই। কিন্তু আম্পায়ারের সেই সিদ্ধান্ত পছন্দ হয়নি ঋষভ পন্থের। বলটি ফেরত নিয়ে যাওয়ার পথে, রাগের মাথায় জোরে বলটি ছুঁড়ে মারেন তিনি। তার পরেই আশঙ্কা ছিল যে হয়ত শাস্তির মুখে পড়বেন ঋষভ। এবারে পঞ্চম দিনের খেলা শুরুর আগেই জানা যায়, আইসিসি কোড অফ কন্ডাক্টের ২.৮ ধারা লঙ্ঘন করেছেন পন্থ। এছাড়াও একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তাঁর নামের পাশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা