রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কাজে এলোনা ঋষভ পন্থের দুই ইনিংসে দুটি শতরানের ইনিংস। শুধু তাই নয়, শতরান করেছিলেন শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুলও। কিন্তু হেডিংলির মাঠে প্রথম টেস্ট ম্যাচে, ভারতের সঙ্গী হয়েছে শুধুই হতাশা। অপরদিকে শুরুর দিকের ব্যাটসম্যানরা রান পেলেও, ব্যার্থ হয়েছেন মিডল এবং লোয়ার অর্ডারের ব্যাটাররা। বোলিং বিভাগেও জসপ্রীত বুমরাহ ছাড়া আর কেউই সেভাবে দাগ কাটতে পারেননি। যেই কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৫ উইকেটে হার দিয়েই, সিরিজ শুরু করল ভারতীয় দল।
পঞ্চম দিনে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ৩৫০ রান। এদিকে দিনের শুরু থেকেই আকাশের মুখ ছিল গম্ভীর। বৃষ্টির পূর্বাভাস। তবুও ম্যাচটা জেতা যে ইংল্যান্ডের জন্য এতটা সহজ হবে, সেটা কেউই আশা করতে পারেননি। কিন্তু সেই অসাধ্য সাধন করলেন ইংল্যান্ডের ব্যাটাররা। দুই ওপেনার জ্যাক ক্রলি (৬৫) এবং বেন ডাকেট (১৪৯) মিলেই করেন ১৮৮ রানে পার্টনারশিপ। এই দুই ওপেনার আউট হওয়ার পর, একটা সময় পরপর ওলি পোপ এবং হ্যারি ব্রুকের উইকেট তুলে নেওয়ার পর মনে হচ্ছিল খেলায় ফিরে আসতে পারে ভারত। কিন্তু খেলার হাল ধরে ফেলেন অভিজ্ঞ জো রুট (অপরাজিত ৪৩) এবং বেন স্টোকস (৩৩)। বেন স্টোকস আউট হওয়ার পর, জেমি স্মিথের ৫৫ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংসের জেরে, হেডিংলিতে প্রথম টেস্ট ম্যাচটি জিতে নেয় ইংল্যান্ড। অপরদিকে অসংখ্য ক্যাচ মিসের কারণে ভুগতে হয়েছে ভারতকে। গোটা ম্যাচে অন্তত গোটা আটেক ক্যাচ ছেড়েছেন ভারতীয় ফিল্ডাররা। দ্বিতীয় ইনিংসেও একাধিক ক্যাচ ফস্কেছেন তারা।