Connect with us

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল, বিস্তারিত জানতে পড়ুন

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ক্রিকেট দুনিয়ায় ফের ভয়াবহ শোকের ছায়া। আচমকাই হৃদরোগে আক্রান্ত হলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। বিষয়টি এতটাই গুরুতর হয়ে দাঁড়ায় যে দ্রুত তাকে অ্যাঞ্জিওপ্লাস্টিও করতে হয়।

বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা চলছিল। মুখোমুখি মহামেডান স্পোর্টিং এবং শাহিনপুকুর ক্রিকেট ক্লাব। মহামেডানকে নেতৃত্ব দিচ্ছিলেন তামিম কিন্তু মাত্র এক ওভার ফিল্ডিং করার পরেই মাঠ ছাড়তে হয় তাকে। হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক এবং সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কেপিজে স্পেশালাইজড হসপিটাল থেকে তাকে স্থানান্তরিত করা হয়। ফলে কিছুক্ষণের মধ্যে আবার মাঠে ফিরে এসে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে অন্য হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তামিম। কিন্তু তার শরীর এতটাই খারাপ হয়ে পড়ে যে দ্বিতীয় হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকু মেলেনি। তাই আবার আগের হাসপাতালে নিয়ে গেলেই দেখা যায় হার্টের আর্টারিতে রয়েছে ব্লক।

বিকেএসপির মুখ্য ক্রিকেট কোচ জানিয়েছেন, “টসের সময় ওকে দেখে অসুস্থ মনে হয়নি। তারপর ওর বুকে ব্যথা শুরু হলে নিজের গাড়িতে করেই হাসপাতালের দিকে রওনা হয় হাসপাতাল কর্তৃপক্ষ তখন ওকে ছাড়তে চাইনি কিন্তু ও নিজেই জোর করে আবার মাঠে ফিরে আসে এবং এয়ার এম্বুলেন্সের ব্যবস্থা করতে থাকে।” অন্যদিকে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে গুরুতর অবস্থায় দ্বিতীয়বার হাসপাতালে এসেছিলেন তামিম। এমনকি ডাক্তারদের বিশ্বাস ততক্ষণে হার্ট অ্যাটাকও হয়ে গেছে তার। সেই অবস্থায় দ্রুত এনজিওগ্রাম এবং এনজিওপ্লাস্ট করে ব্লক খোলার চেষ্টা করেন চিকিৎসকরা। হাসপাতাল তরফে এটাও জানানো হয়েছে যে অস্ত্রোপচারের সময় কোন রকম অসুবিধে হয়নি। তবে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা