রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সিরিজে টিকে থাকতে হলে, ম্যানচেস্টার টেস্টে জয় পাওয়াটা আবশ্যিক ভারতীয় দলের কাছে। সেই মতোই ম্যানচেস্টারে জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নেমেছিল শুভমন গিলের দল। তবে এদিনও টসে হারতে হয় ভারতীয় অধিনায়ক শুভমন গিলকে। টসে হেরে ব্যাটিং করতে আসে ভারত। শুরুটা ভালো করেছিলেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল। মধ্যাহ্নভোজের বিরতির আগে পর্যন্ত ভারতের রান ছিল ৭৮-০। মধ্যাহ্নভোজের পর আউট হন রাহুল (৪৬)। মাত্র ১২ রান করে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বলে আউট হলেন ভারতের অধিনায়ক শুভমন গিল (১২)। অপরদিকে ক্রিজে টিকে থাকা ওপেনার যশস্বী জয়সওয়ালকে সাজঘরে ফেরালেন দীর্ঘ আট বছর বাদে ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে খেলতে নামা লিয়াম ডসন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ভাল খেললেন সাই সুদর্শনও। খেললেন ৬১ রানের ইনিংস। তিনি আউট হওয়ার পর, ইনিংস হাল ধরেন দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (১৯) এবং শার্দুল ঠাকুর (১৯)। ফলে প্রথম দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে ২৬৪।
এদিকে ম্যাচের ৬৮ তম ওভারে ক্রিস ওকসের ইয়র্কারে রিভার্স সুইপ মারতে গিয়ে পায়ে চোট পেয়েছেন ঋষভ পন্থ। লর্ডসে তৃতীয় টেস্টে আঙুলে চোট পেয়েছিলেন তিনি। এবারে চতুর্থ টেস্টে পেলেন পায়ে চোট। শুভমন গিল আউট হয়ে মাঠ ছাড়ার পর, নিজের চেনা ভঙ্গিতেই ব্যাটিং করছিলেন পন্থ। ৪৮ বলে ৩৭ রানও এসেছে তাঁর ব্যাট থেকে। তবে শেষে ছোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। চোট এতটাই গুরুতর ছিল যে নিজের পায়ে হেঁটে মাঠ ছাড়ার মতোও ক্ষমতা ছিলনা ঋষভের। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। ফিজিওরা এসে জুতো খুলতেই দেখা যায়, ডান পায়ের পাতা বিপজ্জনকভাবে ফুলে গিয়েছে তাঁর। শেষমেশ গাড়িতে করে বের করে নিয়ে যাওয়া হয় ভারতের সহ-অধিনায়ক ঋষভ পন্থকে।