রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সিরিজে টিকে থাকতে হলে ম্যানচেস্টার টেস্টে জয় পাওয়াটা অনিবার্য ভারতীয় দলের জন্য। কিন্তু সেই টেস্টের প্রথম দিনেই চোট পেয়ে মাঠ ছাড়লেন ভারতের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। লর্ডসে তৃতীয় টেস্টে আঙুলে চোট পেয়েছিলেন তিনি। এবারে চতুর্থ টেস্টে পেলেন পায়ে চোট। শুভমন গিল আউট হয়ে মাঠ ছাড়ার পর, নিজের চেনা ভঙ্গিতেই ব্যাটিং করছিলেন পন্থ। ৪৮ বলে ৩৭ রানও এসেছে তাঁর ব্যাট থেকে। তবে ৬৮ তম ওভারে ক্রিস ওকসের ইয়র্কারে রিভার্স সুইপ মারতে গিয়ে পায়ে চোট পেয়েছেন ঋষভ। সেই শটের সময়েই সম্ভবত প্রচণ্ড জোরে পন্থের পা মচকে যায়। তারপরেই দেখা যায়, পা ফুলে গিয়েছে তাঁর। এমনকি নিজের পায়ে হেঁটে মাঠ ছাড়ার মতোও ক্ষমতা ছিলনা ঋষভের। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। ফিজিওরা এসে জুতো খুলতেই দেখা যায়, ডান পায়ের পাতা বিপজ্জনকভাবে ফুলে গিয়েছে তাঁর। শেষমেশ গাড়িতে করে বের করে নিয়ে যাওয়া হয় ভারতের সহ-অধিনায়ক ঋষভ পন্থকে।