রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও, লর্ডসে দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দলকে। যার ফলে সিরিজে ১-১-এর সমতায়ও ফিরেছিল ইংল্যান্ড। তৃতীয় ম্যাচটি ছিল সিরিজ ডিসাইডার। আর সেই ম্যাচে ইংল্যান্ডের মহিলা দলকে ১৩ রানে হারিয়ে, ওডিআই সিরিজ জিতলো ভারতের মহিলারা। প্রথমে ব্যাট করে, ৫ উইকেট হারিয়ে ৩১৮ রান তোলে ভারত। ব্যাট হাতে দারুন পারফরম্যান্স করেছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (১০২)। এছাড়াও রান পেয়েছেন স্মৃতি মন্ধানা (৪৫), হার্লিন দেওল (৪৫) ও জেমাইমা রডরিগেজ (৫০)। জবাবে ব্যাট করতে এসে, ৪৯.৫ ওভারে ৩০৫ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। ভারতের আর ক্রান্তি পেয়েছেন একাই ৬টি উইকেট। এছাড়াও দুটি উইকেট পেয়েছেন নাল্লাপুরেড্ডি চারানি। একটি পেয়েছেন দীপ্তি শর্মা।
এছাড়াও সিরিজে জয়ের পাশাপাশি একাধিক রেকর্ডও গড়েন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে অ্যাওয়ে ম্যাচে তিনটি সেঞ্চুরি করলেন তিনি। শেষ ম্যাচে ৮৪ বলে ১০২ করেছেন হরমনপ্রীত। সেই সঙ্গে তৃতীয় ভারতীয় হিসেবে ওয়ানডেতে চারহাজার রান পূরণ করে, স্মৃতি মন্ধানা ও মিতালী রাজের করা সেই কৃতিত্বের মাঝে ঢুকে পড়লেন তিনি। পাশাপাশি ৮২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে, ভারতীয় মহিলাদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছেন হরমনপ্রীত।