রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চতুর্থ টেস্ট ম্যাচে নামার আগে চোটে জর্জরিত ভারতীয় শিবির। এদিকে লর্ডসের টেস্টে মাত্র ২২ রানে হেরে, সিরিজে এই মুহূর্তে পিছিয়েও রয়েছে শুভমন গিলের ভারতীয় দল। ফলে সিরিজে টিকে থাকতে হলে ম্যানচেস্টার টেস্টে জয় পাওয়াটা আবশ্যিক টিম ইন্ডিয়ার কাছে। এদিকে চতুর্থ টেস্টের আগেই চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তারকা অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। এছাড়াও আঙুলে চোট পেয়ে, চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছে বাঁহাতি পেসার অর্শদীপ সিং। অনুশীলনে চোট পেয়েছেন আকাশ দীপও। ফলে তিনিও খেলবেন না ম্যানচেস্টার টেস্টে। যেই কারণে তড়িঘড়ি তরুণ ভারতীয় পেসার আনশুল কামবোজকে দলে নিয়েছে ভারত।
অনুশীলনে দীর্ঘক্ষণ নেটে বোলিং করতে দেখা গেছে ২৪ বছর বয়সী আনশুল কামবোজকে। শুধু তাই নয়, দীর্ঘক্ষণ কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও কথা বলতে দেখা গেছে তাঁকে। দলের দুই অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের সঙ্গেও আলোচনা করেছেন আনশুল। এছাড়াও টপ অর্ডারের ব্যাটসম্যানদের অর্থাৎ শুভমন গিল, সাই সুদর্শন, যশস্বী জয়সওয়ালের বিরুদ্ধেও ধারাবাহিকভাবে নেটে বল করেছেন আনশুল কামবোজ। ফলে এটা আন্দাজ করাই যাচ্ছে যে ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ এবং গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে হয়তো ভারতের হয়ে অভিষেক হতে চলেছে ২৪ বছর বয়সী আনশুল কামবোজের।