রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন মরশুমে এশিয়া কাপ হবে কিনা, সেই নিয়ে জল্পনা দীর্ঘদিন বেড়েই চলেছে। এদিকে চলতি মাসের ২৪ তারিখে, বাংলাদেশের রাজধানী ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক হওয়ার কথা রয়েছে। দুদিন ধরে চলবে সেই বৈঠক। সেখানেই আসন্ন এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা। তবে যা খবর, তাঁতে ঢাকায় গিয়ে বৈঠক করতে নারাজ বিসিসিআই। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই, সেই দেশে যেতে চাইছে না বিসিসিআই কর্তারা। ভারতীয় বোর্ডের তরফে এই সভা অন্য দেশে স্থানান্তরের কথা জানানো হলেও, এসিসি চেয়ারম্যান মহসিন নকভি নিজের অবস্থানে অনড়। তবে শেষমেশ বিসিসিআইয়ের তরফে স্বশরীরে কেউ উপস্থিত না থাকলেও, ভার্চুয়ালি সেই বৈঠকে উপস্থিত হবেন রাজীব শুক্ল।
ভারতের পাশাপাশি ওমান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মত দেশগুলিও এই বৈঠকে নিজেদের প্রতিনিধি পাঠাতে চাইছে না। ফলে কিভাবে ঠিক হবে এশিয়া কাপের দিনক্ষণ, তা সকলেরই অজানা। যদিও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা আসন্ন মরশুমের এশিয়া কাপ। এদিকে এশিয়া কাপ আয়োজনের জন্য এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। যদিও এখনও কোনও কিছুই চূড়ান্ত হয়নি।