রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা শেষ ক্যারিবীয়ান লেজেন্ড আন্দ্রে রাসেলের। ৩৭ বছর বয়সি তারকা অলরাউন্ডার আগেই জানিয়ে দিয়েছিলেন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। ঠিক সেই মতোই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি খেলে, শেষবারের মতো ওয়েস্ট ইন্ডিজ জার্সি গায়ে ম্যাচ খেলে ফেললেন রাসেল। ম্যাচের শুরুতে গার্ড অফ অনারের মাধ্যমে সম্মান জানিয়ে মাঠে স্বাগত জানানো হয় রাসেলকে। নিজের ঘরের মাঠে, অর্থাৎ সাবাইনা পার্কে ব্যাটিং করতে এসে সাভাবিক মেজাজেই খেলতে দেখা যায় আন্দ্রে রাসেলকে। ২৪০-এর স্ট্রাইক রেটে, ১৫ বলে করেন ৩৬ রান করেন রাসেল। হাঁকিয়েছেন চারটি ছক্কাও। ডোয়ারসুইসের এক ওভারেই তিনটি ছক্কা মেরেছেন “ড্রে রাস”। সেই সুবাদে প্রথমে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে এসে মাত্র দুই উইকেট খুঁইয়ে সেই রানও তুলে ফেলে অস্ট্রেলিয়া। ৩৩ বলে ৭৮ রান করে ম্যাচের সেরা হন জস ইংলিশ। ৫৬ রান করেন ক্যামেরন গ্রিন।