রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন চার বছর আগে। কিন্তু ব্যাটিংয়ে দাপট একই রয়েছে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার এবি ডিভিলিয়ার্সের। লেজেন্ডস লিগে ভারতের বিরুদ্ধে দাপুটে ব্যাটিং করে, হারিয়ে দিলেন ভারতের লেজেন্ডসদের। ৩০টি বলে ৬১ রানে অপরাজিত থাকলেন ডিভিলিয়ার্স। প্রোটিয়াদের বিরুদ্ধে রবিন উথাপ্পা, সুরেশ রায়না, ইরফান পাঠান, ইউসুফ পাঠানদের নিয়ে খেলতে নেমেছিল শিখর ধাওয়ানরা। নর্থাম্পটনে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুটা ভালই করেছিলেন হাসিম আমলারা। তবে তারপর মাঠে আসেন এবিডি। চারটি চার এবং ৩টি ছক্কার মাধ্যমে, ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। যেই ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট খুঁইয়ে দক্ষিণ আফ্রিকা তোলে ২০৬ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রবিন উথাপ্পা ও শিখর ধাওয়ানের উইকেট খুঁইয়ে চাপে পড়ে যায় ভারত। রান পাননি অম্বাতি রায়ডু, ইউসুফ পাঠানরাও। সর্বাধিক ৩৭ রানে অপরাজিত থাকেন স্টুয়ার্ট বিনি। অবশেষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৮.২ ওভারে ভারতের রান থামে ১১১ রানে। ফলে ৮৮ রানে পরাজিত হয় ভারত।