রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ক্রিকেট হোক কিংবা ফুটবল, চলতি মরশুম প্রতিটি বিভাগেই অপ্রতিরোধ্য মোহনবাগান। আইএসএলে দ্বিমুকুট জয় করেছে মোহনবাগান। এবারে ক্রিকেটেও ট্রফি জয় করলো সবুজ-মেরুন ব্রিগেড। শুক্রবার ইডেন গার্ডেন্সে কালীঘাট ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে জেসি মুখার্জি ট্রফি জিতল মোহনবাগান।
ইডেনের পাটা পিচে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কালীঘাট। তবে ব্যাটিং করতে এসে দারুন শুরু করেন কালীঘাটের দুই ওপেনার সায়ন শেখর মণ্ডল(৬২) এবং শুভম চ্যাটার্জি(৫০)। কিন্তু বল হাতে কালীঘাটকে কঠিন পরীক্ষার মুখে ফেলেন বাগান বোলাররাও। যেখানে ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩টি উইকেট পান প্রদীপ কুমার। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন সৌরভ হালদার, সায়ন ঘোষ, এস যাদব ও বিকাশ সিং। যার ফলে নির্ধারিত ২০ ওভারে ১৭৯ রানেই থামে কালীঘাটের ইনিংস।
জবাবে ব্যাট করতে এসে ২৮ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সুদীপ ঘরামি। শেষের দিকে দারুন খেলেন শুভঙ্কর বল(৩১) এবং গীতাংশ খেরা(৩৯)। যার ফলে এক ওভার বাকি থাকতেই, হাতে ৬ উইকেট নিয়েই ম্যাচ জিতে নেয় মোহনবাগান। এদিকে কালীঘাটের হয়ে দুটি করে উইকেট পান কৌশিক মাইতি এবং অরুণ চাপরানা।