রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চতুর্থ টেস্ট শুরুর আগে, নিজেদের দল ঘোষণা করে ফেললো ইংল্যান্ড। যেই দলে জায়গা পেয়েছেন আট বছর আগে শেষবার দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলা লিয়াম ডসন। লর্ডসে তৃতীয় টেস্ট ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন ইংলিশ স্পিনার শোয়েব বশির। ম্যাচ শেষে তাঁর আঙুলে অস্ত্রোপচার করাতে হয়। ফলে শোয়েব বশিরের পরিবর্ত হিসেবেই দলে ডাক পেয়েছেন ডসন। দীর্ঘ অপেক্ষার পর, আবারও ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে খেলতে নামবেন তিনি। যদিও শেষবার এই ভারতের বিরুদ্ধেই টেস্ট ম্যাচে খেলতে দেখা গিয়েছিল ৩৫ বছর বয়সি লিয়াম ডসনকে। শেষবার ২০১৭ সালে, নটিংহ্যামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন তিনি। তারপর দেশের হয়ে আর সেরকমভাবে খেলতে দেখা যায়নি তাঁকে। যদিও বিশ্বের নানা প্রান্তের টি-২০ লিগগুলিতে খেলেন ডসন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও সিদ্ধহস্ত তিনি। ফলে তিনি দলে আসায় যে ইংল্যান্ডের ব্যাটিংয়েও গভীরতা বাড়বে, সেটা বলাই যায়। শুধুমাত্র ডসন ছাড়া, দলে আর কোনও পরিবর্তন করেনি ইংল্যান্ড।