রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে লজ্জার হার বাংলাদেশের। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২৭ রানে হেরে গেলেও, আন্তর্জাতিক ক্রিকেটে বড় দলকে টেক্কা দেওয়ার ক্ষমতা যে তাদের রয়েছে সেটা বুঝিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে ১৬৩ রান তাড়া করে জিতেছে তারা। পাশাপাশি সিরিজও চ্যাম্পিয়ন হয়েছে তারা।
বুধবার প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল বাংলাদেশ ব্যাটার তানজিদ হাসান তামিম। তবে মিডল অর্ডার এবং ওপেনারদের ব্যর্থতায় ভাঙে বাংলাদেশের ব্যাটিং। ৮৪ রানে ৮ উইকেট খুইয়ে চাপে পড়েছিল বাংলাদেশ ব্যাটিং। তবে সেই মুহূর্তে পরিত্রাতার ভূমিকা নেন জাকের আলি। ৩৪ বলে ৪১ রান করেন তিনি। শেষের দিকে হাসান মাহমুদ(২৬) এবং শোরিফুল ইসলামের(১৬) ভাল ব্যাটিংয়ের জেরে ৯ উইকেট হারিয়ে ১৬২ তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে এসে শুরুতেই মহম্মদ ওয়াসিমের উইকেট হাতছাড়া করে আমিরশাহি। তবে ইনিংসের হাল ধরেন মহম্মদ জোহাইব এবং আলিশান শারাফু। অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেন শারাফু। শেষের দিকে ২৬ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন আসিফ খান। যার সুবাদে ১৯.১ ওভারেই ম্যাচ জিতে নেয় সংযুক্ত আরব আমিরশাহি।