Connect with us

ASIA CUP 2025: হ্যান্ডশেক ইস্যুতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের পাশে দাঁড়ালেন অশ্বিন। জানতে পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়া কাপের গ্রুপ পর্যায়ে যখন মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান, সেই ম্যাচকে ঘিরে বিভিন্নরকমের জলঘোলা হয়েছিল। ভারত সেই ম্যাচে জয় পেলেও, কেন ম্যাচ শেষে বা টসের সময় করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা, সেই নিয়ে আইসিসি-র দ্বারস্থও হয়েছিল পিসিবি চেয়ারম্যান মহসিন নকভী। এছাড়াও সেই ম্যাচের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়েও কম নাটক করেনি পাকিস্তান। এমনকি করমর্দন বিতর্কে পাইক্রফট কেন কিছু বলেননি, সেই কারণের জন্য তাঁকে ম্যাচ রেফারির পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও পর্যন্ত জানায় পিসিবি। কিন্তু সেই দাবি না মেনে, সুপার ফোরে ভারত পাকিস্তান ম্যাচের রেফারি হিসেবে আবারও অ্যান্ডি পাইক্রফটকেই নির্বাচিত করল আইসিসি। এবারে এই গোটা বিষয়ে অ্যান্ডি পাইক্রফটের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, “ভারত ম্যাচ রেফারিকে আগেই জানিয়েছিল হাত না মেলানোর সিদ্ধান্তের কথা। সেটাই সূর্যকুমাররা অনুসরণ করেছেন। পাকিস্তানতো ম্যাচটা হেরে গিছে। তাহলে কীসের এত অভিযোগ? বরং অ্যান্ডি পাইক্রফট আসলে পাকিস্তানকেই বাঁচিয়েছিলেন। এছাড়াও পাইক্রফট কোনও স্কুলশিক্ষক নন। তাই তিনি সূর্যকে ডেকে কখনওই বলতে পারেন না যে হাত মেলাতে। এটা তাঁর কাজও নয়”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা