রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় দলের দুই মহারথী, রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তবে তারা কেন এত দ্রুত অবসর নিলেন, সেই নিয়েও চলছে চর্চা। সূত্র অনুযায়ী অবসরের আগে বোর্ড কর্তাদের সঙ্গে বিস্তর আলোচনা করেছিলেন রোহিত শর্মা। বোর্ডের কাছে অনুরোধও করেছিলেন ভারতের অধিনায়ক, তবে সেই অনুরোধ রাখেনি বিসিসিআই।
২০১৪ সালে সিরিজের মাঝপথে টেস্ট থেকে বিদায় নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ঠিক সেভাবেই অবসর নিতে চেয়েছিলেন রোহিত শর্মাও। এখানে উল্লেখ্য ২০১৪ সালে বর্ডার-গাভাস্কার ট্রফির মাঝ পথেই অধিনায়কত্বের ব্যাটন মহেন্দ্র সিং ধোনি তুলে দিয়েছিলেন বিরাট কোহলির হাতে। রোহিত শর্মা সেই কাজটাই করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন ইংল্যান্ড সফরের প্রথম দুটি টেস্টে খেলতে এবং যদি রান করতে ব্যর্থ হন সেক্ষেত্রে মাঝ পথেই অবসর ঘোষণা করতে। এমনকি নির্বাচকদের নিজের এই ইচ্ছার কথা জানিয়েওছিলেন রোহিত শর্মা। তবে সেই অনুরোধ রাখেনি নির্বাচকরা। তাদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে সিরিজের মাঝ পথে অবসর নিতে পারবেন না রোহিত। ফলে অনুরোধ খারিজ হওয়ায়, সিরিজ শুরুর আগেই অবসর ঘোষণা করেন রোহিত। এমনকি রোহিতের অবসর নেওয়ার পাঁচ দিনের মধ্যেই, টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন সতীর্থ বিরাট কোহলিও।