Connect with us

IPL 2025: দিল্লিকে হারিয়ে প্লে-অফে মুম্বই ইন্ডিয়ন্স

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বুধবার আইপিএলের মরণবাঁচন ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ন্স এবং দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে দিল্লিকে ৫৯ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা পাকা করল মুম্বই। আইপিএলের সবথেকে সফলতম দলের মধ্যে একটি মুম্বই ইন্ডিয়ন্স। তবে গত চার বছরে কোনো ট্রফিই জেতা হয়নি তাদের। অপরদিকে টেস্ট থেকে অবসর নেওয়ার পর, প্রথমবারের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নেমেছিলেন রোহিত শর্মা। ফলে তাঁকে সম্মান জানাতে বিশেষ জার্সি, মুখোশ পরে মাঠে হাজির হয়েছিলেন মুম্বই দর্শকরা। এদিন প্রথমে ব্যাট করে ১৮০ রান তোলে মুম্বই ইন্ডিয়ন্স। বাকি কোনও ব্যাটার পিচে না টিকলেও, দাপট দেখিয়েছেন সুর্যকুমার যাদব। ৭৩ রানের দর্শনীয় ইনিংস খেলেছেন তিনি। জবাবে ব্যাট করে ১৮.২ ওভারে মাত্র ১২১ রানেই শেষ হয় দিল্লি ক্যাপিটালসের ইনিংস।

এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। ওপেন করতে এসে মাত্র ৫ রান করেই মুস্তাফিজুর রহমানের স্বীকার হন রোহিত শর্মা। বেশিক্ষণ পিচে থাকতে পারেননি রায়ান রিকেলটন(২৫) ও উইল জ্যাকসও(২১)। অপরদিকে যেখানে মুম্বইয়ের কঠিন পিচে সকল ব্যাটাররা সমস্যায় পড়ছিলেন, সেই পিচেই জ্বলে উঠলেন সূর্যকুমার যাদব। ৪৩ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেললেন সূর্য। শেষের দিকে এসে ঝোড়ো ব্যাটিং করে দলের রান ১৮০ পর্যন্ত নিয়ে যান নমন ধীর(২৪)।

জবাবে ১৮১ রানের লক্ষ্যমাত্রা ধাওয়া করতে এসে শুরুতেই পরপর উইকেট খুঁইয়ে চাপে পড়ে দিল্লি। রান পাননি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আসা কেএল রাহুল(১১) এবং অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিও(৬)। প্রথম ১০ ওভারে মাত্র ৬৬ রানেই ৫ উইকেট পড়ে যায় দিল্লির। তারপর দিল্লি খেলা ধরলেও ম্যাচের ১৫তম ওভারে মিচেল স্যান্টনারের ওভারেই ম্যাচ পকেটে পুড়ে নেয় মুম্বই ইন্ডিয়ন্স। একই ওভারে আশুতোষ শর্মা(১৮) এবং সামীর রিজভীর(৩৯) উইকেট তোলেন তিনি। ফলে শেষ পর্যন্ত ১২১ রানে থামল দিল্লির ইনিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা