Connect with us

IPL 2025: আইপিএলের নতুন নিয়মে ক্ষিপ্ত কেকেআর। জানতে পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহের কারণে, কিছুদিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে আইপিএল। যেখানে প্রথম দিনেই বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্সের। তবে বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে সেই ম্যাচ। ম্যাচটি বাতিল হওয়ায়, চলতি মরশুম আইপিএলের প্লে-অফ থেকেও ছিটকে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন কেকেআর। অপরদিকে মঙ্গলবার বোর্ডের তরফ থেকে নতুন নিয়ম চালু করা হয়েছে আইপিএলে। যেখানে বৃষ্টির প্রকোপ এড়াতে, আইপিএলের মুখ্য কর্তা হেমঙ্গ আমিন জানিয়েছেন ২০ ওভারের ম্যাচ শেষ করার জন্য ৬০ মিনিটের বদলে ১২০ মিনিট অপেক্ষা করা হবে। ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচ শুরু করার সর্বশেষ সময় যেটা ছিল রাত ১০.৫৬, সেটাকে আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সেই নিয়ম নিয়ে প্রশ্ন তুলল কেকেআর। তাদের দাবি অনুযায়ী সঠিক সময়ে এই নিয়ম চালু করা হলে এখনও প্লে-অফের দৌড়ে থাকতে পারত তারা। 

হেমঙ্গ আমিনের যুক্তি অনুযায়ী বৃষ্টির মরশুম শুরু হতে চলায়, আইপিএলের একাধিক ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা থাকে। যেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এমনকি সকল আইপিএল দলগুলিকে ইমেল করে এই সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন হেমঙ্গ আমিন। তবে সেই যুক্তি মানতে নারাজ কেকেআর। চলতি মরশুম বৃষ্টির কারণে বেশি ভুক্তে হয়েছে শাহরুখ খানের দলকে। ঘরের মাঠে পঞ্জাব এবং চিন্নাস্বামীতে বেঙ্গালুরু ম্যাচ যদি বৃষ্টির কারণে বাতিল না হতো এবং যদি কেকেআর জয় তুলে নিতে পারত সেই দুটি ম্যাচ থেকে, তাহলে নিশ্চিতভাবেই প্লে-অফের দৌড়ে থাকত তারা। ফলে সেই প্রসঙ্গে মুখ খুলেছেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। এমনকি আরসিবির বিরুদ্ধে তাদের ম্যাচ ভেস্তে যাওয়ার কারণেই কি এমন সিদ্ধান্ত নেওয়া হলো কিনা, সেই বিষয়েও জানতে চেয়েছেন তিনি। ভেঙ্কি বলেন, “মরশুমের মাঝে নিয়মে বদল আনাটা যে কোনও ক্ষেত্রে দরকারি সেটা আমরা জানি। তবে আমি মনে করি সেই নিয়ম চালু করার ক্ষেত্রেও একটা ধারাবাহিকতা বজায় থাকা উচিত। আইপিএল পুনরায় শুরু হওয়ার পর ১৭ মে প্রথম ম্যাচ যে বৃষ্টিতে ভেস্তে যাবে, পূর্বাভাস অনুযায়ী সেটা বোঝাই গেছিল। ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে গেলেও ১২০ মিনিট বাড়তি সময় দেওয়ার নিয়ম তখন যদি থাকতো, তাহলে অন্তত পাঁচ ওভারের ম্যাচ করা যেত”। তিনি আরও বলেন, “ওই ম্যাচের পরেই কেকেআরের প্লে-অফের আশা শেষ হয়ে যায়। যার ফলে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এরম ধারাবাহিকতার অভাব, এ ধরনের প্রতিযোগিতার ক্ষেত্রে কাম্য নয়”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা