রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএলে খেলতে এসে ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন ইংল্যান্ডের জোরে বোলার জফ্রা আর্চার। সেই চোটের কারনে রাজস্থানের হয়ে দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি। এদিকে সামনেই রয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওডিআই সিরিজ। ফলে চোটের কারনে সেই সিরিজে খেলতে পারবেন না তিনি। তার জায়গায় দলে ডাক পেয়েছেন লুক উড। এছাড়াও ভারতের বিরুদ্ধেও রয়েছে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজ। যদিও আশা করা হচ্ছে ভারতের বিরুদ্ধে টেস্ট খেলতে সমস্যা হবে না তাঁর।
আর্চারের চোট নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, “ডান হাতের বুড়ো আঙুলে চোটের কারণে আসন্ন ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারবেন না জফ্রা আর্চার। মেডিক্যাল টিমের সদস্যেরা আগামী ১৫ দিন তার দেখাশোনা করবেন। তার পরেই বোঝা যাবে কবে মাঠে ফিরতে পারবেন আর্চার। ২৯ মে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরু হবে। সেক্ষেত্রে আর্চারের জায়গায় লুক উডকে এক দিনের সিরিজের দলে নেওয়া হয়েছে”।