রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। তার আগে বুধবার নিজেদের দল ঘোষণা করলো পাকিস্তান। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে দলে আমূল কিছু পরিবর্তন এনেছে পিসিবি। যেই দলে জায়গা পাননি পাকিস্তানের তিন তারকা ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। এখানে উল্লেখ্য মার্চ মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন বাঁহাতি জোরে বোলার শাহীন শাহ আফ্রিদি। তবে ধীর গতিতে রান করার কারণে যথেষ্ট প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানকে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি, “পাকিস্তান সুপার লিগে প্লেয়ারদের পারফরম্যান্সের উপরে ভিত্তি করেই আসন্ন টি-টোয়েন্টি সিরিজের এই দল ঘোষণা করা হয়েছে”। অপরদিকে এই সিরিজে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা। মূলত আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, প্রাক্তন নিউজিল্যান্ড কোচ মাইক হেসনের অধীনেও প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান।