রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমে গুরুতর চোট পেয়েছিলেন ভারতের সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে বোঝা যায় এই চোট কতখানি ভয়াবহ। তবে এবার দ্রুত শারীরিক অবস্থার উন্নতি ঘটছে শ্রেয়সের, এমনটাই দাবি করলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।
মাঠে অনবদ্য একটি ক্যাচ লুফতে গিয়ে মাটির সঙ্গে সজোরে ধাক্কা খেয়েছিলেন শ্রেয়স। সাধারণত এই ধরনের চোট ক্রিকেটাররা পেয়েই থাকেন। আপাতভাবে দেখে চোট গুরুতর মনে না হলেও মুহূর্তের মধ্যেই মাটিতে পড়ে কাতরাতে শুরু করেন তিনি। সাথে সাথে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হলে জ্ঞানও হারান ভারতীয় ক্রিকেটার। এরপরেই সময় নষ্ট না করে তাকে নিয়ে যাওয়া হয় সিডনির হাসপাতালে। সেখানেই জানা যায় প্লীহায় গভীর ক্ষত তৈরি হয়েছে শ্রেয়সের। আরো জানা যায় বেশ কিছুটা সময় হাসপাতালেই থাকতে হতে পারে তাকে। সূত্রের খবর অস্ত্রোপচার হয়েছে শ্রেয়সের ইতিমধ্যেই। যদিও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই ঘটনাকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। তার বক্তব্য অনুযায়ী চিকিৎসকরা বিশেষ পদ্ধতিতে ক্ষত নিরাময়ের চেষ্টা করেছেন যা মোটেই অস্ত্রোপচার বলা চলে না। একটি সাক্ষাৎকারের সাইকিয়া জানান, “সাধারণত এই ধরনের চোটে বেশ অনেকটা সময় হাসপাতালে থাকতে হয়। বোর্ডের মেডিকেল টিমের ডাক্তার রিজওয়ান খান রয়েছেন শ্রেয়সের সাথে। তার সাথে নিয়মিত যোগাযোগ রাখছি আমরা। জানতে পেরেছি খুব দ্রুত শারীরিক অবস্থার উন্নতি ঘটছে শ্রেয়সের। ডাক্তাররাও ইতিবাচক বিষয়টা নিয়ে। আশা করছি খুব তাড়াতাড়ি একদম সুস্থ হয়ে ফিরবে ও।”
প্রসঙ্গত প্লীহায় গভীর ক্ষতের কারণে শুরু হয়েছিল রক্তক্ষরণ। চিকিৎসকদের প্রাথমিক সন্দেহ ছিল এই রক্তক্ষরণ বন্ধ না হলে ঘটতে পারে গুরুতর সংক্রমণ। যদিও দ্রুত পদক্ষেপ নিয়ে সেই সম্ভাবনাকে নির্মূল করেছেন তারা। অন্যদিকে শ্রেয়সের সতীর্থরা জানিয়েছেন ফোনে কথা হয়েছে তার সঙ্গে। এমনকি হাসপাতালের বিভিন্ন কর্মীদের সঙ্গে মজার ছলে গল্পও করেছেন ভারতীয় ক্রিকেটার। এখন শুধু অপেক্ষা দ্রুত তার সুস্থ হয়ে বাড়ি ফেরার।
