রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লর্ডসে তৃতীয় টেস্ট ম্যাচে মাত্র ২২ রানে হেরে, ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে এই মুহূর্তে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। তবে তৃতীয় টেস্টে হারের পর, দলের ব্যাটিং এবং বোলিং নিয়েও অনেক বিতর্ক হয়েছে। এদিকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে সিরিজের মাত্র তিনটি ম্যাচেই খেলতে পারবেন অভিজ্ঞ জোরে বোলার জসপ্রীত বুমরাহ। যেখানে ইতিমধ্যে দুটি টেস্ট ম্যাচে খেলে ফেলেছেন তিনি। অর্থাৎ শেষ দুটি টেস্ট ম্যাচের মধ্যে মাত্র একটিতেই খেলতে দেখা যাবে তাঁকে। তবে ম্যানচেস্টার টেস্টে তিনি খেলবেন কিনা সেই দিকেও নজর থাকবে সকলের। তবে সেসবের মাঝেই চিন্তা ভারতীয় শিবিরে। ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে গিয়েছেন বাঁহাতি জোরে বোলার অর্শদীপ সিং। তবে এখনও একটি টেস্ট ম্যাচেও খেলতে দেখা যায়নি তাঁকে। বৃহস্পতিবার ভারতীয় দলের অনুশীলনে আঙুল চোট পেয়েছেন তিনি। ম্যানচেস্টার যাওয়ার আগে, বেকেনহ্যামে প্রস্তুতির আয়োজন করেছিল ভারত। সেখানে নেটে তরুণ ব্যাটসম্যান সাই সুদর্শনের একটি শট রুখতে গিয়ে তার বোলিং হাতে চোট পেয়েছেন ২৬ বছর বয়সী অর্শদীপ। যেই কারণে চতুর্থ টেস্টে থেকে হয়তো ছিটকে যেতে চলেছেন পঞ্জাবি এই পেসার।