রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সোমবার আইপিএলের ৬১তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস। প্লে-অফে যাওয়ার স্বপ্ন জিইয়ে রাখতে হলে, ঘরের মাঠে এই ম্যাচটি জেতা দরকার ছিল ঋষভ পন্থের দলের কাছে। তবে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ৬ উইকেটে হেরে, সেই স্বপ্নভঙ্গ হল লখনউয়ের। প্রথম ব্যাট করে ৭ উইকেট খুইয়ে ২০৫ রান করে লখনউ। জবাবে ১৮.২ ওভারেই সেই রান তুলে নেয় এসআরএইচ।
টসে জিতে লখনউকে প্রথমে ব্যাটিং করতে আহ্বান জানান সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম ব্যাট করতে এসেই দুই ওপেনার এইডেন মার্করাম এবং মিচেল মার্শকে দারুন ছন্দে দেখা যায়। তবে ১০.৩ ওভারে হর্ষ দুবের বলে নিজের উইকেট খোয়ান মিচেল মার্শ(৬৫)। ব্যাট করতে আসেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু এদিনও ব্যাট হাতে ব্যর্থ হন তিনি। মাত্র ৭ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। এছাড়াও দারুন ছন্দে ব্যাটিং করেন এইডেন মার্ক্রাম(৬১) এবং নিকোলাস পুরান(৪৫)। সেই সুবাদে ২০ ওভারে লখনউ সুপার জায়ান্টস করে ২০৫ রান।
জবাবে ব্যাট করতে এসে প্রথমেই ওপেনার অথর্ব তাইডের উইকেট খোয়ায় সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে আরেক ওপেনার অভিষেক শর্মা খেলেন নিজের চেনা ছন্দে। ২০ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ২৮ বলে ৪৭ রানের ইনিংস খেলে, হায়দ্রাবাদকে জয়ের আরও কাছে নিয়ে যান হেনরিক ক্লাসেন। রান পেয়েছেন ঈশান কিশানও(৩৫)। শেষে চোট পেয়ে কামিন্দু মেন্ডিস(৩২) মাঠ ছাড়লেও, জয় পেতে অসুবিধে হয়নি সানরাইজার্স হায়দ্রাবাদের।