রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: যুদ্ধকালীন পরিস্থিতির কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভাল নয় ভারতের। এবারে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বৃদ্ধির কারণে, পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল দ্বারা আয়োজিত সকল প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এছাড়াও এশিয়া কাপ থেকেও নাম তুলে নিয়েছে ভারত। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া সেই বিষয়টিকে অস্বিকার করেছেন। এই বিষয়ে একটি সাক্ষাৎকারে দেবজিৎ সাইকিয়া বলেন, “আজ সকাল থেকেই, বিসিসিআই-এর এশিয়া কাপ এবং মহিলা উদীয়মান দলের এশিয়া কাপে এবং উভয় এসিসি-র ইভেন্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত সম্পর্কে কিছু খবর আমাদের নজরে এসেছে। এই ধরণের খবরের কোনও সত্যতা নেই কারণ এখনও পর্যন্ত, বিসিসিআই আসন্ন এসিসি ইভেন্টগুলি নিয়ে আলোচনা বা কোনও পদক্ষেপ নেয়নি। এসিসিকে কিছু লেখা তো দূরের কথা। এশিয়া কাপের বিষয়টি বা অন্য কোনও এসিসি ইভেন্টের বিষয়টি এখনও প্রকাশিত হয়নি। ফলে এই বিষয়ে প্রকাশিত হওয়া যেকোনো খবরই ভিত্তিহীন। এসিসি সঙ্গে পরবর্তীতে যদি বিসিসিআইয়ের কোনো আলোচনা হয় এবং সেখান থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে, সেক্ষেত্রে মিডিয়া দ্বারা সকল কিছু জানিয়ে দেওয়া হবে”।