রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে মুখ থুবড়ে পড়েছিল গোটা পাকিস্তান দল। তবুও নিজেদের হারের থেকে বেশি ভারত কেন ম্যাচ শেষে হাত মেলয়নি, সেই নিয়ে কান্নাকাটি করেছিল পাকিস্তান বোর্ড। ভারত হাত না মেলানোর জন্য এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরব আমিরসাহির বিরুদ্ধে ম্যাচ পাকিস্তান ‘বয়কট’ করবে বলেও শোনা যাচ্ছিল। তবে শেষমেশ সেই ম্যাচে খেলতে নেমেছিল সলমন আঘারা। যদিও কমজোরী আরবের বিরুদ্ধেও কার্যত হিমসিম খেয়েছে পাকিস্তান দল। কিন্তু শেষ পর্যন্ত এই ম্যাচে জয় পেয়ে, এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছেছেন সলমন আলি আঘারা। ফলে রবিবার আবারও শক্তিশালী ভারতের বিরুদ্ধে খেলতে হবে পাকিস্তানকে। গ্রুপ পর্যায়ে ভারতের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়লেও, সুপার ফোরের ম্যাচে নামার আগে হুঙ্কার দিয়ে রাখলেন পাক অধিনায়ক। ম্যাচ শেষে তিনি বলেন, “আমরা যে কোনও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। গত চার মাস ধরে যথেষ্ট ভাল খেলেছি আমরা। যদি সেভাবেই খেলি, তাহলে যেকোনও দলের বিরুদ্ধে সাফল্য পাবো”।