রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহের কারণে, সাময়িক স্থগিত ছিল আইপিএল। সেই পরিস্থিতিতে বেশ কিছু ক্রিকেটাররা দেশে ফিরে গিয়েছিলেন। যার মধ্যে নাম ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের দুই অজি তারকা ট্র্যাভিস হেড এবং প্যাট কামিন্সের। আগামী সোমবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ। তার আগে দুঃসংবাদ সানরাইজার্স শিবিরে। জানা গেছে তাদের অজি তারকা ট্র্যাভিস হেড কোভিড আক্রান্ত হয়েছেন। যার ফলে হয়তো সোমবার এলএসজির বিরুদ্ধে মাঠে নামা হবেনা তার। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে এই বিষয় জানিয়েছেন হায়দ্রাবাদ কোচ ড্যানিয়েল ভেত্তোরি।
সাংবাদিক সম্মেলনে সানরাইজার্স হায়দ্রাবাদ কোচ ড্যানিয়েল ভেত্তোরি বলেন, “সোমবার সকালে ভারতে আসছেন ট্র্যাভিস হেড। কোভিড আক্রান্ত হয়েছিলেন বলে তিনি ভারতে আসতে পারেননি। সোমবারেই তাঁর শারীরিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে যে পরবর্তী ম্যাচে তিনি খেলবেন কিনা”। যদিও প্লেঅফে যাওয়ার লড়াই থেকে ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আগামী ২৫ মে, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চলতি আইপিএলের শেষ ম্যাচটি খেলবে তারা। এবারে দেখার শেষের দিকের ম্যাচে এসআরএইচের হয়ে মাঠে নামতে পারেন কিনা হেড।