রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে জাতীয় টেস্ট দলে সুযোগ পাননি তিনি। অথচ সেই মহম্মদ শামির পাশেই দাঁড়ালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং সিএবির বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। এর আগেও একই বক্তব্য শোনা গেছিল তার মুখে। আর ইডেন টেস্টে ভারতের পরাজয়ের পর ফের দলে শামির থাকাটা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে মুখ খুললেন সৌরভ।
ইডেন টেস্টে ৩০ রানে ভারতকে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। বোলাররা যথেষ্ট ভালো বল করলেও ব্যাটিং ব্যর্থতার কারণেই পরাজয়ের মুখ দেখতে হয়েছে ভারতকে। অথচ তারপরেও কেন দলে শামির ফেরার পক্ষে এতটা জোরালো বক্তব্য রাখছেন সৌরভ? সেই প্রসঙ্গে তিনি বলেন, “আমি গম্ভীরকে সমীহ করি। নিজের ক্রিকেট জীবনে ও খুব ভালো খেলেছে। তবে এখন ওর বুমরাহ সিরাজ শামির উপর ভরসা রাখা উচিত। এই পিচে ওরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দলে ফেরানো উচিত শামিকে, কারন আমার মনে হয় শামি আর স্পিনাররাই গম্ভীরকে টেস্ট জেতাবে।” অন্যদিকে ইডেনের পিচ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সেই বিষয়ে সৌরভ বলেন, “আমি মনে করি মাঠে নামার আগে পিচ নিয়ে ভাবার কোন কারণ নেই। একটা দলের ব্যাটাররা যদি টেস্ট ক্রিকেটে ৩৫০-৪০০ রান তুলতে না পারে তাহলে দলের জেতা সম্ভব নয়। ইংল্যান্ডের ওদের জেতার মূল কারণই কিন্তু ছিল বেশি রান করা। গম্ভীরকে ওর দলের উপর ভরসা রাখতে হবে এবং মনে রাখতে হবে টেস্ট পাঁচ দিনের খেলা তিন দিনের নয়।”
প্রসঙ্গত বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে দেখা যাচ্ছে শামিকে। রয়েছেন ভালো ফর্মেও। অথচ তারপরেও কেন জাতীয় দলের সুযোগ পাচ্ছেন না তিনি এই বিষয়ে বারবার উঠছে প্রশ্ন। এখন দেখার আদৌ জাতীয় দলের ফের ফেরানো হয় কিনা মহম্মদ শামিকে।
