Connect with us

আবেদন খারিজ পিসিবির, বিপাকে পাক ক্রিকেটাররা

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রবিবার এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচের পর নতুন করে শুরু হয়েছে বিতর্ক। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের করমর্দন না করার ঘটনার জেরে রীতিমত ক্ষোভে ফেটে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি আইসিসির দারস্থ হয়েছে পিসিবি এবং সেখানে তাদের অভিযোগের নিশানা ছিল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট। সরাসরি ম্যাচ রেফারির অপসারণ এর দাবি জানিয়েছিল পাকিস্তান। এমনকি তাদের দাবি মানা না হলে এশিয়া কাপের আগামী কোন ম্যাচে আর খেলবে না পাকিস্তান, এমন সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু তাদের সমস্ত অভিযোগ খারিজ হয়ে যায়, এবং তারপরেও এশিয়া কাপ থেকে নাম সরিয়ে নিচ্ছে না পাকিস্তান এমনটাই জানা গেছে।

রবিবার ভারত পাকিস্তান ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন করেননি পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘার সাথে। এরপর গোটা ম্যাচ খেলার শেষে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে ভারতীয় ক্রিকেটাররা যখন চলে যান নিজেদের ড্রেসিংরুমে, তখনো দেখা যায় একই ছবি। পাকিস্তানের কোন ক্রিকেটারের সঙ্গে হাত মেলানি ভারতীয় ক্রিকেটাররা। এমনকি ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেন সূর্যকুমার যাদবরা। এই ঘটনার জেরে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে পাকিস্তান। তবে এখানেই এই ঘটনা শেষ হয়নি। সরাসরি এশিয়া ক্রিকেট কাউন্সিলের কাছে ভারতীয় ক্রিকেটারদের এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি আইসিসির দ্বারস্থ হয়েছে পিসিবি। এবং সেখানে তাদের অভিযোগের তীর এ দিনের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের বিরুদ্ধে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে ভারতীয় ক্রিকেটারদের এই ধরনের আচরণে সায় দিয়েছেন ম্যাচ রেফারি যা আইসিসির নিয়মবিরুদ্ধ। ফলে অ্যান্ডিকে অপসারিত না করা হলে এশিয়া কাপের কোন ম্যাচে আর অংশ নেবে না পাকিস্তান এমনটাও জানিয়েছিল তারা। কিন্তু তাদের এই অভিযোগ খারিজ হয়ে যায় ভিত্তিহীনতার কারণে। আইসিসির পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে ম্যাথ চলাকালীন বা ম্যাচের পরে দুই দলের ক্রিকেটাররা পরস্পরের মধ্যে সৌজন্য বিনিময় করবেন কিনা তা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানো শুধুমাত্র সৌজন্য বিনিময় কিন্তু তা বাধ্যতামূলক নয়। অর্থাৎ কোনরকম নিয়মবিরুদ্ধ কাজ করেনি ভারতীয় ক্রিকেটাররা বা কোনরকম নিয়মবিরুদ্ধ কাজ হতে দেখেও সেই কাজের সায় দেননি ম্যাচ রেফারি অ্যান্ডি। তাই তাকে অপসারণের কোনো প্রশ্নই উঠছে না। আইসিসির এই সিদ্ধান্ত সামনে আসতেই বিশ্ব ক্রিকেটের দরবারে আরো একবার মুখ পুড়েছে পাকিস্তানের। যদিও আইসিসির সিদ্ধান্ত সামনে আসার আগেই নিজেদের সুর পাল্টে ফেলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের আগামী ম্যাচগুলিতেও সালমান আঘারা নামবেন নিয়ম মেনেই এমনটাই জানানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে।

প্রসঙ্গত পরবর্তী ম্যাচে আরব আমিরশাহীর বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। ভারতের কাছে পরাজয়ের কারণে এই ম্যাচ পাকিস্তানের কাছে হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে কোন দল ভারতের সাথে সুপার ফোরে পৌঁছবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা