Connect with us

ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পাকিস্তানের, বিস্তারিত জানতে পড়ুন

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে শুরু থেকেই চলেছিল বিতর্ক। আদৌ দুই দলের মধ্যে খেলা সম্ভব হবে কি না সেই বিষয়েই ছিল ধোঁয়াশা। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলেন ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররা। তবে এদিন ম্যাচের শেষে শুরু হল নতুন বিতর্ক।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তবে ভারতের বোলারদের দাপটে স্কোরবোর্ডে খুব বেশি রান যোগ করতে পারেনি তারা। অন্যদিকে শুধু যে বোলিং এই দাপট দেখিয়েছে ভারত তাই নয়, ব্যাট হাতেও স্বচ্ছন্দ ছিলেন ভারতের ক্রিকেটাররা। আর তাই ৭ উইকেটে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে জয়ের ধারা অব্যাহত রাখে ভারত। কিন্তু এদিনের ম্যাচে চোখে পড়ার মতন ঘটনা ঘটে একটি। প্রথমে টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এরপর তার সুরে সুর মিলিয়ে ম্যাচের শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের কোনো ক্রিকেটার। প্রসঙ্গত গত মে মাসে কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গিদের আক্রমণে প্রাণ হারান একাধিক ভারতীয় নাগরিক এবং টুরিস্ট। পাল্টা ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে ঘটানো হয় সিঁদুর অপারেশন। ফলে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে বললেই চলে। এর জেরেই ভারত পাকিস্তান ম্যাচ না খেলার জিগির উঠেছিল প্রথমে। কিন্তু অবশেষে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিসিসিআইকে অনুমতি দেওয়া হয় ম্যাচ খেলার। স্পষ্ট জানানো হয় কোন ইন্টারন্যাশনাল বা মাল্টিন্যাশনাল প্রতিযোগিতায় ম্যাচ না খেলা অপশনেই নেই। কিন্তু নিয়মের যাঁতাকলে মাঠে নামতে বাধ্য হলেও দেশের প্রতি সম্মান রেখেই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে নীরব প্রতিবাদ জানান ভারতীয় ক্রিকেটাররা। আর এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই শুরু হয় বিতর্ক। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই প্রতিবাদকে তীব্র ভর্ৎসনা করে তার এক্স স্যান্ডেলে লেখেন, “ভুলে গেলে চলবে না এই ম্যাচ খেলার সিদ্ধান্ত ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেই দেওয়া হয়েছে। তারপরে শুধুমাত্র দৃষ্টি আকর্ষণের জন্য এই ধরনের হাত না মেলানোর ঘটনা হাস্যকর।” প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেছেন, “কেন এই ধরনের আচরণ করেছে সূর্য তা আপনাদের ওর কাছেই জানতে চাওয়া উচিত। আমার এই বিষয়ে কোন মন্তব্য নেই। আমি আগেও বলেছি পাকিস্তানকে আমি ভারতের যোগ্য মনে করি না তার একমাত্র কারণ হলো ভারতীয় দলের যে শক্তি রয়েছে সেই গুণগত শক্তি পাকিস্তানের নেই। আর এই কথা বলার সময় আমি শুধুমাত্র ক্রিকেটের কথা মাথায় রেখেই বলি।” প্রাক্তন ক্রীড়ামন্ত্রী এই বিষয়ে স্পষ্ট জানিয়েছেন, “একটা বিষয় বুঝতে হবে এশিয়া কাপ কোন দ্বিপাক্ষিক সিরিজ নয়। এক্ষেত্রে পাকিস্তানে গিয়ে ভারত খেলছে না এবং পাকিস্তানকে আলাদা করে ভারতে এসে খেলার আমন্ত্রণ জানানো হয়নি। এশিয়া কাপ একটি মাল্টিন্যাশনাল প্রতিযোগিতা এবং সেক্ষেত্রে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে মাঠে না নামত তাহলে ভারত প্রতিযোগিতা থেকে বাইরে বেরিয়ে যেত এবং সাথে জরিমানা গুনতে হত ভারতকেই। অন্যদিকে বিভিন্ন মাল্টিন্যাশনাল প্রতিযোগিতাতেও ভবিষ্যতে ভারতের অংশগ্রহণ করার বিষয়ে তৈরি হত জটিলতা। সেক্ষেত্রে ক্ষতি কাদের হত? ভাবাবেগ থাকা ভালো, কিন্তু ভাবাবেগ যখন যুক্তির বাইরে চলে যায় তখন তা ক্ষতিকর বটেই।”

অন্যদিকে ভারতীয় ক্রিকেটারদের এই আচরণের বিরুদ্ধে গর্জে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে ভারতের বিরুদ্ধে প্রতিবাদও জানিয়েছে তারা। পিসিবির পক্ষ থেকে একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “ভারতীয় ক্রিকেটারদের করমর্দন না করার বিষয়ে গুরুতর অভিযোগ জানিয়েছেন টিম ম্যানেজার নবীন চিমা। এই ধরনের ঘটনা শুধু যে নজিরবিহীন তাই নয় বরং এই ধরনের আচরণ স্পোর্টসম্যান স্পিরিট এর একেবারেই বিপরীত। আর এরই পাল্টা প্রতিবাদ স্বরূপ আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের দলের অধিনায়ককে ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে পাঠানো হবে না।” ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব যদিও স্পষ্ট জানিয়েছিলেন, “কিছু বিষয় স্পোর্টসম্যান স্পিরিট এর উর্ধ্বে হয়।” পাশাপাশি জঙ্গি হানায় নিহত পরিবারদের পাশে দাঁড়িয়েই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি একথাও জানিয়েছিলেন ভারতের তরুণ অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা