Connect with us

গিলকে অধিনায়ক হিসেবে বেছে নিতে দীর্ঘক্ষণ বৈঠকে কোচ গৌতম গম্ভীর। বিস্তারিত পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংল্যান্ড সফরের আগে রোহিত শর্মা এবং বিরাট কোহলির টেস্ট থেকে অবসর চিন্তায় রেখেছে ভারতীয় শিবিরকে। ঠিক একইভাবে অধিনায়কত্ব কে করবেন সেখানেও রয়েছে বড় প্রশ্ন। শুভমান গিলের নাম অধিনায়ক হিসেবে শোনা গেলেও, এখনও নিশ্চিত নন তিনি। যা খবর তাতে অধিনায়ক হিসেবে গিলকে চাইছেন না ভারতীয় ক্রিকেটের প্রভাবশালী মহলের একাংশ। ফলে এখনও সম্ভাবনা রয়েছে জশপ্রীত বুমরাহকেই অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে গিলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন হেড কোচ গৌতম গম্ভীর।

বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে অধিনায়কত্ব করার মাঝ পথেই চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছিল জশপ্রীত বুমরাহকে। এমনকি দীর্ঘদিন চোটের কারণে ক্রিকেট মাঠের বাইরেও থাকতে হয়েছিল তাঁকে। যেই কারণে প্রশ্ন উঠছে ইংল্যান্ডে টানা পাঁচটি টেস্টে কি আদৌ খেলতে পারবেন বুমরাহ? চলতি মাসের শেষদিকেই ইংল্যান্ড সফরের জন্য দল নির্বাচন করবে বিসিসিআই। তবে তার আগে অধিনায়ক নির্বাচন নিয়ে চলছে ডামাডোল। তবে বুমরাহ অধিনায়ক না হলে সেই জায়গায় পরবর্তী অধিনায়ক হিসেবে উঠে আসছে গিলের নাম। কিন্তু ২৫ বছর বয়সী এই ব্যাটার নেতৃত্ব দিতে কতটা প্রস্তুত, সেই নিয়েও প্রশ্ন তুলেছে ক্রিকেটমহলে। ভারতীয় ক্রিকেটের প্রভাবশালীদের মধ্যে অনেকেই গিলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাই গিলের নেতৃত্ব পাওয়াটা খুব একটা সহজ হবে না বলেই মনে করছে সকলে। কিন্তু এই ডামাডোলের মাঝে বৃহস্পতিবার মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে গম্ভীরকে। তার পরেই খবর চারিদিকে ছড়ায় যে কয়েকদিন আগেই গিলের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছিলেন গম্ভীর। সেখানে নাকি গিলকে টেস্টে অধিনায়ক করার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তবে এই বিষয়টিকে বুমরাহ কেমনভাবে নেবেন, সেইটাই হলো আসল প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা