Connect with us

RANJI TROPHY 2025: অসমের বিরুদ্ধে তিন পয়েন্টই লক্ষ্য বাংলার। বিস্তারিত পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রঞ্জি ট্রফিতে শুরুটা দারুন করেছে বাংলা। ৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপ সি-র শীর্ষে রয়েছে তারা। আগামী রবিবার রঞ্জি ট্রফির লড়াইয়ে ঘরের মাঠে কল্যানী স্টেডিয়ামে অসমের বিরুদ্ধে খেলতে নামছে অভিষেক পোড়েলরা। যদিও প্রতিপক্ষ অসম এই মুহূর্তে রয়েছে গ্রুপ সি-র একেবারে তলানিতে। তবে প্রতিপক্ষ দুর্বল হলেও, ম্যাচটিকে হালকাভাবে নিচ্ছেন না বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা।

ম্যাচের আগেরদিন তিনি বলেন, “রঞ্জিতে কোনও দল দুর্বল বা শক্তিশালী নয়। নির্দিষ্ট দিনে যেই দল ভাল খেলবে, সেই জিতবে”। বাংলার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে অসম পাচ্ছে না রিয়ান পরাগকে। সেই বিষয়ে লক্ষ্মীরতন বলেন, “প্রতিপক্ষ দলে কে আছে কে নেই, সেটা নিয়ে ভাবছি না। আমরা পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ার লক্ষ্যে রয়েছি”। অন্যদিকে অসমের বিরুদ্ধে ম্যাচে বাংলা দলে ফিরছেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। এই ম্যাচটি শামির কাছে নিজেকে প্রমাণ করার ম্যাচ। ভারতীয় দলে ফিরতে হলে, এই ম্যাচে নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকবেন তিনি। তবে অসমের বিরুদ্ধে ম্যাচে বাংলা দলে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন বাংলার কোচ লক্ষীরতন শুক্ল। যেমন অসম ম্যাচে আদিত্য পুরোহিতের জায়গায় দলে ফিরবেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। এছাড়াও বিশাল ভাট্টির পরিবর্তে দলে ফিরতে পারেন ঈশান পোড়েলও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা