রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লর্ডসে তৃতীয় টেস্টে মাত্র ২২ রানের জন্য ম্যাচ হারতে হয়েছে ভারতকে। শুধু তাই নয়, সিরিজের শুরু থেকে যেই ভারতীয় ব্যাটাররা আগুনে ছন্দে ব্যাট করছিলেন, লর্ডসের টেস্টে শেষ ইনিংস মাত্র ১৯২ ধাওয়া করতে এসে ব্যার্থ হয়েছিলেন প্রত্যেকেই। যদিও প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কেএল রাহুল। তবে দ্বিতীয় ইনিংসে ব্যার্থ হয়েছেন তিনিও। এছাড়াও রান পাননি ঋষভ পন্থ, শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, করুন নায়াররাও। কিন্তু এক হাতে ভারতকে জেতানোর লড়াই করে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। ৬১ রানের ইনিংস খেলেও ভাগ্য সথে ছিলনা তাদের। যেই কারণে শেষমেষ হেরেই মাঠ ছাড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে ভারতীয় দলের ব্যাটসম্যানদের এমন পারফরম্যান্সের জন্য বেজায় খুশি নন কেউই। এবারে সেই প্রসঙ্গে মুখ খুলেছেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার জনাথান ট্রট। তার মতে ভারতীয় ব্যাটসম্যানদের ভাবা উচিৎ মাত্র ১৯২ রানের লক্ষ্যমাত্রা ধাওয়া করতে এসেও কেনো এরম হতশ্রী পারফরম্যান্স করলেন তারা। পাশাপাশি জাদেজার ইনিংসের প্রশংসাও করেছেন ট্রট। তিনি বলেন, “ভারতের বাকি ব্যাটসম্যানদের ভাবা উচিৎ কেনো তারা পারলেন না। জাদেজা যেটা করে দেখালেন সেটায় তাদের কাছে জয়ের সুযোগ এসেছিল তবে বাকিরা কেনো ভালো খেলতে পারলেন না সেটা ভাবে হবে তাদের। তবে জাদেজা দারুন ব্যাটিং করে গেছে। ভালো ব্যাটিং করেছেন। যেই বলটা খেলার সেটা খেলেছেন, যেটা ছাড়ার সেটা ছেড়েছেন”।