রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সীমান্তের যুদ্ধের কারণে সাময়িক সময়ে বন্ধ থাকার পর, আবারও শুরু হতে চলেছে আইপিএল। তবে সেই মাঝেই অনেক ক্রিকেটারের খেলতে আসা অনিশ্চিত হওয়ায় সমস্যায় পড়ছে বেশ কিছু দল। একদিকে যেমন সংযুক্ত আরব আমিরসাহিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে দলের সঙ্গে গিয়েছেন মুস্তাফিজুর রহমান। তবে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলের শেষ কয়েকটি ম্যাচে খেলার কথা ছিল তাঁর। ঠিক তেমনই এবারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন গুজরাত টাইটানসের জস বাটলার। যেই কারণে আইপিএলের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না তিনি। তবে তাঁর জায়গায় গুজরাত দলে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশল মেন্ডিস। পাশাপাশি দলের প্রথম একাদশে খেলার সুযোগও থাকবে তাঁর কাছে। তবে আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, শ্রীলঙ্কার এই ব্যাটসম্যানকে পরবর্তী মরশুম ধরে রাখতে পারবে না গুজরাত টাইটানস।