রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেট হারিয়ে অনায়াসেই জয় পেলো ভারত। এর আগে ওডিআই বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির পর, এবারে এশিয়া কাপেও বাজিমাত করলেন সূর্যকুমার যাদবরা।
এর আগে পহেলগাঁও জঙ্গিহানার কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে পাকিস্তানের। সেই প্রভাব পড়েছিল ক্রিকেটের মাঠেও। এর আগে লেজেন্ডস ক্রিকেট লিগেও, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছিলেন শিখর ধাওয়ান, যুবরাজ সিংরা। তবে এশিয়া কাপের ম্যাচে খেলেছে দুই দলই। কিন্তু ভারতের কাছে এই ম্যাচটা ছিল বদলার ম্যাচ। তবে পাকিস্তানকে যোগ্য জবাব দিলেন ভারতীয় ক্রিকেটাররা। রবিবারের ম্যাচে টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা। তবে প্রথম ওভারেই পাকিস্তানকে ঝটকা দেন হার্দিক পাণ্ডিয়া। ওপেনার সাইম আয়ুবকে আউট করেন তিনি। দ্বিতীয় ওভারে জশপ্রীত বুমরাহর শিকার হন মহম্মদ হ্যারিস। তারপর পাকিস্তানের ব্যাটিং কিছুটা সামলে উঠলেও, পাওয়ার প্লের পরই, ভারতীয় স্পিনারদের সামনে একের পর এক উইকেট খোয়ান সলমনরা। ৩টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। দুটি অক্ষর প্যাটেলের ও বরুণ চক্রবর্তীর একটি উইকেট। এছাড়াও দুটি উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরাহ। একটা সময় মনে হচ্ছিল, ১০০ রানের গন্ডিও হয়তো পেরোতে পারবেন না পাক ব্যাটাররা। তবে শেষের দিকে ১৬ বলে ৩৩ রান করে, পাকিস্তানের ইনিংস ১২৭ রান পর্যন্ত নিয়ে যান শাহিন আফ্রিদি।
জবাবে ব্যাট করতে এসে একের পর এক চার এবং ছক্কা মেরে ইনিংস শুরু করেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। তবে সাইম আয়ুবের ক্যারম বলে আচমকা স্টাম্প হয়ে যান গিল (১০)। ১৩ বলে ৩১ রান করে সেই সাইম আয়ুবের বলেই ক্যাচ আউট হয়ে ফেরেন অভিষেক শর্মাও। ৩১ রান করে আউট হয়েছেন তিলক বর্মা। শেষের দিকে বাকি কাজটা করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ছক্কা মেরে ভারতকে ম্যাচ জেতালেন তিনি। এমনকি নিজেও অপরাজিত থাকলেন ৪৭ রানে। ম্যাচ শেষে কোনও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা।