রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লর্ডসে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের বাকি আর মাত্র একটা দিন। এই টেস্ট ম্যাচটি জিতে, সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে হলে ভারতের প্রয়োজন ১৩৫ রান। অপরদিকে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ৬টি উইকেট। চতুর্থ দিনের খেলায় ব্যাট করতে এসে, উপরের শরীর তিন ব্যাটসম্যানের উইকেট খুইয়ে কিছুটা চাপে পড়েছে ভারত। যেখানে রান পাননি অধিনায়ক শুভমন গিল থেকে শুরু করে যশস্বী জায়সওয়াল এবং করুন নায়ারও। নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে এসে, ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের শিকার হয়েছেন আকাশ দীপ। যার ফলে চতুর্থ দিনের শেষে ভারতের রান ৪ উইকেট খুইয়ে ৫৮। ৩৩ রান করে ক্রিজে অপরাজিত রয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো কেএল রাহুল। তবে পঞ্চম দিনের শুরুতে তার সঙ্গ দিতে আসবেন ঋষভ পন্থ। ফলে এই দুজনের জুটি যে যথেষ্ট ভয়ানক হবে, এমনটাই মনে করছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হোসেন। তার মতে রাহুল যতটা ঠান্ডা মাথায় খেলতে পারেন, ততটাই আক্রমণাত্মক ছন্দে ব্যাটিং করেন পন্থ। ফলে ইংল্যান্ডকে জিততে হলে এই দুটো উইকেট তোলাটা খুবই জরুরি। তিনি বলেন, “ঋষভ পন্থই পঞ্চম দিনের শুরুতে ব্যাট করতে আসবে। ও খুব একটা চাপ নিয়ে ক্রিকেট খেলেনা। বরং বিপক্ষ দলের উপর চাপ তৈরি করে। অপরদিকে রাহুল যথেষ্ট ঠান্ডা মাথায় ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারেন। লর্ডসের টেস্টে ভালো ছন্দে দেখা যাচ্ছে তাঁকে। ফলে রাহুল যেমন ঠান্ডা মাথায় ইনিংসকে এগিয়ে নিয়ে যাবেন ঠিক সেভাবেই ঋষভ আক্রমণাত্মক মেজাজে ক্রিকেট খেলবেন। ফলে এই টেস্ট ম্যাচটি জিততে হলে এই জুটিকে ভাঙ্গা খুবই প্রয়োজন ইংল্যান্ডের”।