Connect with us

ভারত-পাক ম্যাচে ওয়াসিম আক্রম এগিয়ে রাখলেন কাকে? বিস্তারিত জানতে পড়ুন

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ বরাবরই থাকে তুঙ্গে। তবে এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা এবার পৌঁছেছে আলাদা মাত্রায়। চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে শুধুমাত্র ক্রিকেটের প্রতিযোগিতা নয়, রাজনৈতিক টানাপোড়েনই মূলত তার কারণ। ম্যাচ আদৌ হবে কি না সেই নিয়ে চলেছে তুমুল বিতর্ক। তবে অবশেষে সমস্ত জল্পনা কাটিয়ে আগামী রবিবার এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। আর তার আগে বড় মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রমের।

রবিবারের ভারত পাকিস্তান ম্যাচের দিকে নজর থাকবে গোটা ক্রিকেট দুনিয়ার। তবে এই ম্যাচে কোন দলের জেতার সম্ভাবনা বেশি তা এখনই বলা যাবে না। যদিও দুই দলের মধ্যে ভারতকেই এগিয়ে রাখছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রম। “আমার মনে হয় এখানে টানটান উত্তেজনা থাকবে গোটা ম্যাচেই। নিঃসন্দেহে ভারত শক্তিশালী দল এবং আপাতভাবে তাদের জেতার সম্ভাবনাই বেশি, তবে পাকিস্তানকে হাল্কাভাবে নিলে ভুল হবে। ভারতকে টক্কর দিয়ে গোটা প্রতিযোগিতা জেতার ক্ষমতা রাখে পাকিস্তান। তরুণ সদস্যদের নিয়ে তৈরি দলে অধিনায়ক এবং হেড কোচ খুবই ভালো, শুধু ওদের সময় দিতে হবে নিজেদের শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে। তবে একটা ভালো দল হয়ে ওঠার জন্য সমস্ত রসদ মজুদ আছে পাকিস্তানের” বলেন আক্রম। ‌ যদিও পাকিস্তানের ওপেনিং জুটি নিয়ে বেশ কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি ওপেনার মোহাম্মদ হ্যারিস ছন্দে নেই। আর আক্রম মনে করেন একজন ওপেনারের পক্ষে মিডিল অর্ডারে খেলা বেশ কষ্টকর। যদিও এই অসুবিধাগুলো পাকিস্তান সহজেই মিটিয়ে নিতে পারবে বলেই ধারণা তার।

প্রসঙ্গত রবিবার দুবাই স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। এশিয়া কাপের ফাইনালে দুই দলই যদি পৌঁছতে পারে তাহলে মোট তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। এখন দেখার নিজেদের মধ্যে প্রথম ম্যাচেই জয়ের হাসি হাসে কোন দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা