রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়া কাপের আগে প্রত্যেক ক্রিকেটারের ব্রঙ্কো টেস্ট করানো হয়েছিল। কিন্তু এবারে সেই ব্রঙ্কো টেস্টের পরেও, শুক্রবার ফিল্ডিং কোচ টি দিলীপের অধীনে নতুন করে পরীক্ষা দিলেন ক্রিকেটাররা। অনুশীলনটি হল, ক্রিকেটারদের ছোট গোলপোস্টের সামনে দাড় করিয়ে তাঁদের দিকে বল ছুড়ছেন টি দিলীপ। ক্রিকেটারদের কাজ হবে বল যেন কোনওভাবেই পিছনের গোলপোস্টের জালে না জড়ায়। ঠিক যেমনটা ফুটবলে গোলকিপাররা করে থাকেন। নতুন বলেই সেই অনুশীলন করছেন হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিংরা। প্রতিটি ক্রিকেটারকে লক্ষ্য করে তাদের দিকে দুটো সেটে পাঁচবার বল ছোড়া হচ্ছিল। সেখানে দারুন দারুন কয়েকটি ক্যাচ ধরেছেন হার্দিক পাণ্ডিয়ারা। সামনেই এশিয়া কাপের বড় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। ফলে সেই বড় ম্যাচের আগে, ক্রিকেটারদের ফিল্ডিংয়ের দিকে যথাযথ নজর দিচ্ছেন গৌতম গম্ভীর।